সন্দীপ সরকার, কলকাতা: গড়ফার পূর্বাচল এলাকায় মহিলার রহস্যমৃত্যু! (Garfa Death Mystery) বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার মৃতদেহ! পুলিশ সূত্রে খবর, মৃত মহিলা নাম মমতাজ বিবি (৩৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে। সেখানে তাঁর ৩ সন্তানও আছে। 


কসবার রাজডাঙার এক ব্য়ক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মমতাজ
 
কয়েক বছর আগে, কসবার রাজডাঙার বাসিন্দা বাপ্পা দে নামে এক ব্য়ক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মমতাজ। বাপ্পা একটু ওষুধ তৈরির সংস্থায় কাজ করেন। আড়াই বছর আগে, স্বামী-স্ত্রী পরিচয়ে গড়ফার উত্তর পূর্বাচল রোডে, এই বাড়ির ১ তলা ভাড়া নেন তাঁরা। এখানে অবশ্য় মমতাজ নয়, নিজেকে মঞ্জু দে নামে পরিচয় দিয়েছিলেন এই মহিলা। বাড়ি মালিকের দাবি, ২-৩ দিন ধরে বাপ্পা বা মঞ্জু কাউকেই দেখতে পাচ্ছিলেন না তিনি। সন্দেহ হওয়ায়, বুধবার সকালে ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খোলেন। 


'মৃতার শরীরে কোনও আঘাত বা রক্তের দাগ ছিল না'


ভিতরে ঢুকে দেখেন মেঝেতে পড়ে রয়েছে মহিলার নিথর দেহ। আর খাটের ওপর রয়েছে একটি চেয়ার। খবর পেয়ে চম্পাহাটি থেকে এসে পৌঁছন মহিলার আত্মীয়রাও। পুলিশ সূত্রে খবর, মৃতার শরীরে কোনও আঘাত বা রক্তের দাগ ছিল না। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মহিলা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। তবে, মৃত্য়ুর পর তাঁর মৃতদেহ নামানো হয়। মহিলার সঙ্গী বাপ্পা দে'কে পাকড়াও করেছে পুলিশ। কী কারণে মৃত্য়ু? কীভাবে মৃত্য়ু? আত্মহত্য়া নাকি মৃত্য়ুর নেপথ্য়ে অন্য় কোনও কারণ? খতিয়ে দেখছে গড়ফা থানার পুলিশ। এদিন ঘটনাস্থলে যান লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরাও।  


আরও পড়ুন, 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে বড়সড় বার্তা মুখ্যমন্ত্রীর, বললেন..


  গড়ফায় এক মহিলা আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু


এদিকে চলতি মাসেই, গড়ফায় এক মহিলা আইনজীবীর (lawyer) অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছিল । ওই ঘটনাকে ঘিরে দানা বেঁধেছিল রহস্য। মৃতের নাম রমা পাল বলে পুলিশ সূত্রে খবর। গড়ফায় সেলিমপুর লেনের বাড়িতে একাই থাকতেন বছর ৬৫-র ওই মহিলা।  মৃতা আলিপুর জাজেস কোর্টে প্র্যাকটিস করতেন। তাঁর স্বামী বা সন্তান নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে তাঁকে দেখে শুয়ে রয়েছেন বলেই মনে হয়েছিল। কিন্তু পরে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে গড়ফা থানার পুলিশ। তারাই হাসপাতালে নিয়ে যান দেহটি। তার পরই প্রৌঢ়ার মৃত্যু নিশ্চিত করা হয়।