সন্দীপ সরকার, কলকাতা : একদিকে ডেঙ্গির (Dengue) রক্তচক্ষু, সঙ্গে ম্যালেরিয়ার (Malaria) প্রকোপ। পাশাপাশি রয়েছেআবহাওয়ার খামখেয়ালিপনায় জ্বরে ভোগান্তিও। কিন্তু খালিচোখে একেবারে শুরুতে তো বোঝার উপায় নেই, তাই কোনওরকম বাছবিচার না করেই সব রোগীর বিছানাতেই লাগিয়ে দেওয়া হচ্ছে মশারি। সংক্রমণ আটকাতে অন্য রোগীদেরও এবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে মশারির ভিতর। বাঘাযতীন হাসপাতালে (Baghajatin Hospital) দেখা গেল তেমনই ছবি।


বাঘাযতীন হাসপাতালে মেল ওয়ার্ডে একসময় একটি নির্দিষ্ট অংশকে রেড জোন লিখে চিহ্নিত করা হয়েছিল। সেখানেই মশাবাহিত কামড়ের জেরে ভুগতে থাকা রোগীদের চিকিৎসা চালাচ্ছিল কর্তৃপক্ষ। কিন্তু এখন জানা যাচ্ছে, হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাঁদের সিংহভাগই হয় ডেঙ্গি বা ম্যালেরিয়ায় আক্রান্ত। বাকি কয়েকজনের ক্ষেত্রে আবার বেশ কিছু উপসর্গ ধরা পড়েছে সেইরকম। কয়েকজনের রিপোর্ট নেগেটিভ এলেও জ্বরে ভুগছেন তারা। তাই সবমিলিয়ে মশাবাহিত রোগের সঙ্গে লড়াইয়ের এক কঠিন সময়ের মধ্যে দিয়েই যেতে হচ্ছে হাসপাতালগুলিকে। এই অবস্থাতেই আর আলাদা না করে সব রোগীর বেডের সঙ্গেই রাখা হয়েছে মশারি।


এমনিতে নাইসেডের (NICED) পাঠানো রিপোর্ট বলছে, এবছর দাপট দেখাচ্ছে, ডেঙ্গির ডেন্ভ্ (denv) টু ও ডেন্ভ্ থ্রি স্ট্রেন। ডেঙ্গি রোগের জীবাণু বহণ করে এডিস ইজিপ্টাই মশা। পরিষ্কার জলে ডিম পাড়ে এই মশা। পুরো জীবনচক্রে মশার শরীরে ডেঙ্গির জীবাণু বেঁচে থাকে। ফলে স্ত্রী মশা ডিম পাড়লে তার মাধ্যমে জন্মানো নতুন মশার শরীরেও ডেঙ্গির জীবাণু সংক্রমিত হয় এবং সেই মশা কামড়ালে রোগ ছড়ায় মানুষের শরীরে।   নাইসেড সূত্রে খবর, ডেঙ্গির সাধারণত ৪টি প্রজাতি। তার মধ্য়ে এই দুই প্রজাতি সবথেকে বেশি সংক্রামক। চলতি বছরের অগাস্ট পর্যন্ত, ১২৪টি ডেঙ্গির নমুনা পরীক্ষা করে নাইসেড। তারমধ্য়ে ৯৩টিতে ডেন্ভ্ থ্রি ও ২৭টিতে ডেন্ভ্ টু প্রজাতির হদিশ মিলেছে বলে জানা গেছে। নাইসেড সূত্রে খবর, গত বছর, মোট ৭১৮টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্য়ে ৩৮১টিতে ছিল ডেন্ভ্ থ্রি ৩১৭ টিতে ডেন্ভ্ টু প্রজাতির হদিশ মেলে। বিশেষজ্ঞদের মতে, ডেন্ভ্ টু-র থেকে ডেন্ভ্ থ্রি তুলনামূলকভাবে সামান্য় কম ক্ষতিকারক। তবে, তাকে একেবারেই হেলাফেলা করা যাবে না।


কী কী উপসর্গ দেখে বুঝবেন, যে ডেঙ্গি হতে পারে? 



  • ধুম জ্বরের পাশাপাশি মাথা ও গায়ে প্রচন্ড ব্যথা।

  • ঘন ঘন বমি পাওয়া। শরীরে জলের পরিমাণ কমে যাওয়া।

  • কোনও কোনও ক্ষেত্রে গোটা গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি।

  • অবস্থা খারাপের দিকে গেলে নাক, মুখ থেকে রক্তপাত

  • এমনকী প্রস্রাব, পায়খানার সঙ্গেও রক্ত পড়তে শুরু করা। 


আরও পড়ুন- হঠাৎ ব্যথা, তারপর নষ্ট হয়ে গেল চোখ ! ডেঙ্গি ঘিরে নতুন উদ্বেগ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial