ঝিলম করঞ্জাই, কলকাতা : ডেঙ্গি (Dengue) ঘিরে এবার নতুন উদ্বেগ। এক ডেঙ্গি আক্রান্তের চোখ নষ্ট হয়ে গেল। বছর উনচল্লিশের ওই মহিলা কসবার বাসিন্দা। ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার পর, হঠাৎই চোখে ব্য়াথা, তারপর একটি চোখের দৃষ্টিশক্তি (Eye Sight Lost) হারিয়ে ফেলেন তিনি।


ডেঙ্গি আক্রান্ত হলে আক্রান্ত হতে পারে লিভার-কিডনি, কিন্তু এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে চোখ নষ্ট। কসবার বাসিন্দা বছর উনচল্লিশের পম্পা শর্মার চোখ নষ্ট হয়ে যাওয়া ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। গত ১২ অগাস্ট জ্বর নিয়ে, পম্পা কেপিসি মেডিক্যাল কলেজে (KPC Medical College) ভর্তি হন। তাঁর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ (Dengue Positive) আসে। তাঁর দাবি, ১৭ তারিখ চিকিৎসক বলেন, পরের দিন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।


ওই দিন সকাল থেকেই ডান চোখের পিছন দিকে ব্যথা অনুভব করেন। ১৮ অগাস্ট, সন্ধে থেকে ব্যথা মারাত্মক আকার নেয় এবং চোখের দৃষ্টি ক্ষীণ হতে থাকে। ১ ঘণ্টার মধ্যে ডান চোখে দেখা বন্ধ হয়ে যায়। পরের দিন হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে এই মহিলাকে শঙ্কর নেত্রালয়ে (Shankar Netralaya) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা (Doctors) বলেন যে, তাঁর ডান চোখে অপারেশন করে মণি বের করে না আনলে বাঁ চোখ নষ্ট হয়ে যাবে। সেই মতো অপারেশন করা হয়।


গোটা ঘটনা ঘিরে কী বলছেন চিকিৎসরা ? চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, ডেঙ্গিতে চোখ নষ্ট হতে পারে, এটা খুব রেয়ার ঘটনা। ২০১৯ সালে দিল্লিতে এই ধরনের ঘটনার উল্লেখ আছে, লিভার-কিডনি যেমন আক্রান্ত হয়, সেরকম চোখও হতে পারে। কেপিসি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, ভাইরাল ইনফেকশন (Viral Infection) হলে শরীরের বহু অঙ্গই ক্ষতিগ্রস্ত হয়। চোখেও প্রভাব পড়তে পারে। এটা অসম্ভব নয়। এই রোগিণীর ক্ষেত্রেও এরকম হতে পারে।                                                                 


আরও পড়ুন- সিলিন্ডারে ৪০০ টাকা ভর্তুকি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আসলে কী ? কীভাবে আবেদন করবেন, কারা পাবেন সুবিধা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial