কলকাতা: ২১ জুলাইয়ের (21 July) সভা শুরুর আগেই ধর্মতলায় জনজোয়ার। কলকাতামুখী মিছিলে রঙের ঢেউ। যুবশ্রী,কন্যাশ্রী থেকে সবুজসাথী, রাজ্যের একের পর এক প্রকল্পের প্ল্যাকার্ড নিয়ে হাজির তৃণমূল কর্মী সমর্থকরা। ধর্মতলায় হটকেক লক্ষ্মীর ভাণ্ডার। বিকোচ্ছে টুপি। কেউ বার আবার লক্ষ্মী রূপে কোলে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এগোচ্ছেন ধর্মতলার দিকে। 


ধর্মতলায় জনজোয়ার: একুশে জুলাই তৃণমূলের মেগা সমাবেশ। লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনে ব্য়াপক সাফল্য়ের পর, প্রথম সমাবেশ। উদ্দীপনায় ভাসছে তৃণমূল কর্মীরা। ২১ জুলাইয়ের সভা শুরুর আগেই ধর্মতলায় জনজোয়ার। লোকসভা ভোট, উপনির্বাচনে সবুজ ঝড়ের পর কী বার্তা মমতার? সেদিকেই তাকিয়ে তৃণমূলের নেতা কর্মীরা। তার আগে রঙিন ছবি শহরের প্রাণকেন্দ্রে। আর লাইম লাইটে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। 


ধর্মতলা চত্বরে ঢেলে বিক্রি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার লেখা টুপি। আজ খড়গপুর শহরের পুরীগেট এলাকা থেকে হিজলি স্টেশন পর্যন্ত মিছিল করে আসেন INTTUC-র সদস্যরা। সেখান থেকে ট্রেনে চড়ে রওনা দেন কলকাতার উদ্দেশে। মহিলা তৃণমূল সমর্থককে লক্ষ্মী সাজিয়ে, হাতে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ধর্মতলার একুশের সমাবেশে। উদ্যোক্তা খড়গপুরের তৃণমূলের শ্রমিক সংগঠন। নদিয়ায় একজনকে হনুমান সাজিয়ে নদিয়ার চাকদা থেকে ধর্মতলার পথে রওনা দিলেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। সঙ্গে প্ল্যাকার্ড, পোস্টার। তাতে লেখা, রাম রাজনৈতিক স্লোগান নয়, রাম আমার-আপনার সবার। এছাড়া যুবশ্রী, কন্যাশ্রী, সবুজসাথী, লক্ষীর ভাণ্ডার থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে ট্রেনে চেপে একুশের সমাবেশে যোগ দিতে যাচ্ছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা।


প্রত্য়েকবারের মতোই কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়। বিভিন্ন জেলা থেকে ট্রেনে, বাসে 
চড়ে কলকাতায় আসতে শুরু করেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। ২১ জুলাই উপলক্ষে সাড়ে চারশো কিলোমিটার সাইকেল চালিয়ে এ, রায়গঞ্জের ৫ যুবক। ১৭ জুলাই তারা রায়গঞ্জ থেকে যাত্রা শুরু করে। শনিবার এসে পৌঁছয় সল্টলেকের সেন্ট্রাল পার্কে। শনিবার রাতে থাকবার পর রবিবার সাইকেল চালিয়ে সভামঞ্চে পৌঁছবেন তাঁরা।          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 21 July: ডেঙ্গি-প্রতিরোধের বার্তায় মশা রূপে, ধর্মতলায় হাজির তৃণমূল কর্মী