কলকাতা : বর্ষায় সমুদ্র অনেকেরই পছন্দ। তাই সপ্তাহান্তে বিশেষ ট্রেন চালু করেছে পূর্ব রেলওয়ে।  কাছাকাছির মধ্যে বাঙালির পছন্দের ডেস্টিনেশন দিঘা।  শনি-রবিবার মানেই দিঘার ট্রেনে টিকিটের জন্য চাহিদা বেড়ে যায় অনেকটাই। তাই সেই ভিড় সামাল দিতেই রেলওয়ে এই বিশেষ ট্রেন দিচ্ছে। চালুও হয়েছে রথের দিন থেকে। কিন্তু  ভ্রমনপিপাসুদের মন কি রাখতে পারল রেল?   


বিজ্ঞপ্তি অনুসারে , 03162 Digha-Kolkata Special ট্রেনটি দিঘা থেকে  প্রতি শনি ও রবিবার ছাড়ছে  সন্ধে ৭.১০ ( 19.10 hrs ) এ। আর কলকাতায় পৌঁছবে রাত ১১ টা ৫৫ য় ( 23.55 hrs) । অন্যদিকে আবার কলকাতা থেকে 03161 Kolkata-Digha Special টি কলকাতা স্টেশন থেকে ছাড়বে প্রতি শনি ও রবিবার দুপুর ২ টোয়। আর পৌঁছবে সন্ধে ৬.৫০ এ পৌঁছবে । এই সময় নিয়েই যাত্রীদের যত আপত্তি। পূর্ব রেলের করা পোস্টেই একের পর এক অভিযোগ লিখে ফেলেছেন নেটিজেনরা।  


যেমন কেউ লিখেছেন, ২৪ ঘণ্টা না থেকেও ২ দিনের হোটেল ভাড়া দিতে হবে। আবার কলকাতা নেমে হোটেল নিতে হবে। এক কথায় হোটেলের বিজনেস ভাল করার জন্যই ট্রেনটা দিয়েছে মনে হয়। আবার কেউ লিখেছেন, সেরা সময় হতে পারত শুক্রবার রাত ৮ টায় কলকাতা থেকে ছাড়লে। আর ফেরার ট্রেন দিঘা থেকে ২ টোর সময় ছাড়লে। 


আরেকজনের বক্তব্য, এই সময় সঠিক নয়। দিঘায় সব হোটেলে চেক ইনের সময় সকাল ১১ টা নাগাদ। আর সেখানে কলকাতা থেকে ছাড়া ট্রেনটি দিঘায় পৌঁছবে সন্ধে ৭ টায়। এটা ভাল ভাবনা নয়। আর কলকাতায় ফেরার ট্রেন পৌঁছাচ্ছে ১১.৫৫ এ। সেই সময় বাড়ি ফেরার কোনও গাড়ি পাওয়া যাবে না। 




কেউ আবার লিখেছেন, 'যিনি বা যারা এই টাইমটেবিল তৈরি করেছে, হয় তারা দিঘা রুট ও আনুষঙ্গিক বিষয়ে প্রচণ্ড অজ্ঞ বা তারা ক্ষমতার ভারে এতটা উদাসীন যে একবার বিষয়টা ভেবে চিন্তে দেখার প্রয়োজন বোধ করেনি।
অনেক ধন্যবাদ ভারতীয় রেল ও পূর্ব রেলকে। ' 


পর্যটকদের চাহিদা সামাল দিতে বিশেষ ট্রেন চালাচ্ছে রেল।  কলকাতা-দিঘা রুটে বিশেষ এই ট্রেন চলছে শনি ও রবিবার, আপাতত জুলাই মাসের জন্যই। পরিষেবা শুরু হয়েছে ৭ জুলাই, অর্থাৎ রথের দিন থেকে। ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত শনি-রবিবার এই সার্ভিস পাওয়া যাবে। এখন যাত্রীদের দাবিতে সময়ে কিছু রদবদল হয় কি না,সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে