ঝিলম করঞ্জাই, কলকাতা: নকল আঙুল-ছাপ ব্যবহার করে শিক্ষক-চিকিৎসকরা বায়োমেট্রিক হাজিরা দিচ্ছেন। এই দাবি করে দেশের সমস্ত মেডিক্যাল কলেজকে সতর্ক করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। NMC-র হুঁশিয়ারি, যে প্রতিষ্ঠানে এই ঘটনাগুলি ঘটছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চিকিৎসায় গাফিলতির অভিযোগ নয়, এবার হাজিরা-জালিয়াতির অভিযোগ উঠল মেডিক্যাল কলেজের শিক্ষক-চিকিৎসকদের বিরুদ্ধে। ২৪ জুলাই, দেশের সমস্ত মেডিক্যাল কলেজের নিয়ামক সংস্থা, ন্যাশনাল মেডিক্যাল কমিশন, NMC-র একটি বিজ্ঞপ্তি ঘিরে এই অভিযোগ সামনে এসেছে।
মেডিক্যাল কলেজগুলিতে শিক্ষক-চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে আধার-নির্ভর বায়োমেট্রিক হাজিরার নির্দেশ দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন।
NMC-র দাবি, ভাইরাল চিঠির সূত্রে জানা যায়, ছত্তীসগড়ের এক বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক অভিযোগ করছেন, তিনি নিয়মিত কলেজে না গেলেও, সিলিকন ফিঙ্গার প্রিন্টের মাধ্য়মে তাঁর হাজিরা হয়ে যাচ্ছে। কলেজ কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলেছেন ওই শিক্ষক-চিকিৎসক।
শিক্ষক-চিকিৎসকদের হাজিরায় অসদুপায় অবলম্বন কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে মেডিক্যাল কলেজগুলির নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিক্যাল কমিশন। দেশের সমস্ত মেডিক্যাল কলেজগুলিকে পাঠানো হয়েছে নির্দেশিকা। কেপিসি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানান, ফরেন্সিকে ফিঙ্গারপ্রিন্ট প্রিজার্ভ করা হয়। এক্ষেত্রে হয়তো সেভাবেই করা হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার ছাঁচ বানিয়ে যদিও এটা করা কঠিন তবে অসম্ভব নয়, এটা বেআইনি।
আরও পড়ুন, শক্তি বৃদ্ধি নিম্নচাপের, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় চরম সতর্কতা?
এদিকে, আধার-নির্ভর বায়োমেট্রিক হাজিরায় জালিয়াতির অভিযোগ ওঠায় আতঙ্কিত চিকিৎসকদের সংগঠন। অ্যাসোসিয়েশন অফ হেলফ সার্ভিস ডক্টর্স এর প্রাক্তন সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, আধার কার্ড শুধু অ্যাটেন্ড্যান্সের জন্য নয়। রেশন দোকান ব্যাঙ্কে লিঙ্ক করানো আছে। এটা তো ভয়ঙ্কর সাইবার ক্রাইম। NMC কীভাবে নোটিস দিয়ে দায় সারছে?
এ রাজ্যে বায়োমেট্রিক হাজিরার পরিকাঠামো সময় মতো তৈরি না হওয়ায় ন্যাশনাল মেডিক্যাল কমিশনের কোপে পড়েছে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলি। এবার শিক্ষক-চিকিৎসকদের হাজিরা-জালিয়াতির অভিযোগ তাতে অন্য মাত্রা যোগ করেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে