প্য়ারিস: অলিম্পিক্সের (Paris Olympics) প্রথম দিনে ভারত দুর্দান্ত সাফল্য পেল। পদকের অপেক্ষা যদিও এখনও রয়েছে। কারণ মেডেল ম্য়াচ ভারতের এদিন কিছুই ছিল না। তবে হকি থেকে বক্সি, শ্যুটিং থেকে ব্যাডমিন্টন সবেতেই জয় ছিনিয়ে নিলেন ভারতের অ্যাথলিটরা। অন্য়দিকে দুটো সোনা জিতে প্রথম দিনের শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে চিন। একটি সোনা, একটি রুপো, একটি ব্রোঞ্জ জিতে ঝুলিতে তিনটি পদক পুরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম দিনের শেষ পয়েন্ট টেবিলে প্রথম দশে কোন কোন দেশ রয়েছে --
দেশ | সোনা | রুপো | ব্রোঞ্জ | মোট পদক |
চিন | ২ | ০ | ০ | ২ |
ফ্রান্স | ১ | ১ | ১ | ৩ |
বেলজিয়াম | ১ | ০ | ১ | ২ |
জাপান | ১ | ০ | ১ | ২ |
কাজাখাস্তান | ১ | ০ | ১ | ২ |
অস্ট্রেলিয়া | ১ | ০ | ০ | ১ |
গ্রেট ব্রিটেন | ০ | ১ | ১ | ২ |
মার্কিন যুক্তরাষ্ট্র | ০ | ১ | ১ | ২ |
ইতালি | ০ | ১ | ০ | ১ |
দক্ষিণ কোরিয়া | ০ | ১ | ০ | ১ |
ভারতের প্রথম দিনে অলিম্পক্সে সাফল্য এক নজরে -
হকিতে অলিম্পিক্সের প্রথম দিনে ভারত জয় ছিনিয়ে নিয়েছে। নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারয়ে দেয় তারা। অন্যদিকে পুরুষদের ব্যাডমিন্টনের ডাবলসেও জয় ছিনিয়ে নেয় ভারতের সাত্ত্বিক-চিরাগ জুটি। ফরাসি জুটিকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় তারা। টেবিল টেনিসে জয় ছিনিয়ে নেন হরমীত দেশাই। পুরুষদের সিঙ্গলসে জয় ছিনিয়ে নেন তিনি। মানু ভাকের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে নামবে রবিবার বিকেল ৩.৩০ এ।
ফাইনালে ওঠার পথে মানু স্কোর করেছিলেন ৫৮০। তিনি তিন নম্বরে ছিলেন। প্রথম স্থানে শেষ করেছেন হাঙেরি ভেরোনিকা মেজর ও দ্বিতীয় স্থানে জিন ইয়ে ওহ। দুজনেই ৫৮২ পয়েন্ট ঝুলিতে পুরেছেন। ২৭ বার বুলস আই মারেন ভারতের মানু ভাকের। ভারতের আরেক মহিলা শ্যুটার রিদম সাঙ্গওয়ান ছিলেন যোগ্যতা অর্জন পর্বে ৫৭৩ স্কোর করেছেন। তিনি প্রথম আটে জায়গা করে নিতে পারেননি।
টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন পর্বে মানুর পিস্তল খারাপ হয়ে গিয়েছিল। তাই এবার বেশ সতর্ক ছিলেন তিনি। এদিন ছয়টি সিরিজে মানু ৯৭, ৯৭, ৯৮, ৯৬, ৯৬ ও ৯৬ স্কোর করেন। ৬০টি শটের মধ্যে ২৭টি ইনার টেনে। আগের বার যোগ্যতা অর্জন পর্বের রাউন্ড থেকে ছিটকে স্বপ্নভঙ্গ হয়েছিল মানুর। এবার ফাইনালে উঠে ভারতকে পদক জয়ের আশা দেখাচ্ছেন এই তরুণী।