জয়ন্ত পাল, কলকাতা : রাতারাতি পুকুর বুজিয়ে প্রোমোটিংয়ের চেষ্টা, বাধা দিতে গেলে হুমকি দেওয়ার অভিযোগ।  প্রোমোটারের এক কর্মীকে একা পেয়ে, বেধড়ক মারধর করল দমদমের বিকে পাল লেনের বাসিন্দারা। দমদম প্রোমোটিংয়ের স্বর্গরাজ্য, কটাক্ষ করেছে বিজেপি। পুকুর ভরাট, প্রোমোটিংয়ের চেষ্টা নিয়ে কিছুই জানেন না বলে দাবি, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের।


পুকুর চুরি খাস কলকাতায়


খাস কলকাতা পুর এলাকায় রাতের অন্ধকারে পুকুর চুরি। পুরসভার ব্যানার লাগিয়ে, রাতারাতি পুকুর ভরাট করে প্রোমোটিংয়ের চেষ্টা। বাধা দিতে গেলে বা প্রতিবাদ জানালে, স্থানীয় বাসিন্দাদের হুমকি। তৃণমূল নেতাদের নাম করেও হুঁশিয়ারি দেওয়া হতো বলে অভিযোগ। বুধবার একজোট হয়ে প্রোমোটারের প্রতিনিধিকে মারধর করেন স্থানীয় বাসিন্দারা। 


রাতের অন্ধকারে পুকুর ভরাট


কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড। দমদমের বিকে পাল লেন। এখানে পাশাপাশি ছিল দুটো পুকুর। ছিল বলা হচ্ছে, কারণ, কয়েক মাস ধরে, মাটি ফেলে ফেলে, বুজিয়ে দেওয়া হয়েছে গোটা একটা পুকুর। আরেকটির ৩০ শতাংশ ভরাট হয়ে গেছে। পুকুর ভরাট যেখানে বেআইনি, সেখানে অভিযোগ, রাতের অন্ধকারে চলত মাটি ফেলার কাজ।


অভিযোগ, পুকুর বুজিয়ে প্রোমোটিংয়ের চেষ্টা চলছিল। এনিয়ে প্রতিবাদ জানালে হুমকির মুখে পড়তে হত স্থানীয়দের। বুধবার ওই ভরাট করা জমিতে প্রোমোটারের লোকজন গেলে, তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বাহিনী। 


রাজনৈতিক তরজা


গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'দমদম প্রোমোটিং-এর স্বর্গরাজ্য। সব নিয়ম বহির্ভূত নির্মাণকাজ চলে। বহু জলাশয় বন্ধ। বহু কোম্পানির জমি। সরকারি রাস্তা নিয়ে। চরম বিপর্যয়। প্রোমোটার না থাকলে তৃণমূল দলটাই থাকবে না। প্রোমোটারদের সব ছাড়।' পাল্টা কলকাতা পুরসভার  ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবিকা চক্রবর্তী বলেছেন, 'জলাশয় ভরাট বেআইনি। সত্যি যদি এটা হয়, আমি সবার আগে প্রতিবাদ করব। আমার আমলে কিছু হয়নি। পূর্বতন সময়ে হয়েছে। যা ন্যায্য তাই করা হবে।'


কিছুদিন আগেই ফের সল্টলেকে (Salt Lake) প্রোমোটারের (promoter) বাড়বাড়ন্তর অভিযোগ সামনে আসে। অভিযোগ, বাড়ির মৃত মালিকের সই জাল করে বাড়ি দখলের চেষ্টা করা হয়েছে। গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রোমোটারকে। অভিযুক্ত শ্যামাপ্রসাদ দত্তকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার (Bidhannagar North Police Station) পুলিশ। 


আরও পড়ুন- তোলা না দেওয়ায় অপবাদ, সামাজিক বয়কট! সোনারপুরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ