অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : পুজোর আগেই ভয়াবহ দুর্যোগ উৎসবের তোড়জোড় করেছিল ম্লান। এক রাতের একটানা বৃষ্টিতে ক্ষতি হয়েছে লক্ষ-কোটির । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গিয়েছে বহুজনের। প্যান্ডেল - প্রতিমা তছনছ করেছে প্রকৃতি। এরপরও আশায় বুক বেঁছেছে মানুষ। বৃষ্টির পূর্বাভাস মাথায় নিয়েই পথে নেমেছে মানুষ। প্রতিমা দর্শনের ভিড় মহালয়ার পর থেকেই। ষষ্ঠীর সন্ধেয় ভিড় উপচে পড়েছে মণ্ডপে মণ্ডপে। সপ্তমীর ভোরও হয়েছে সূর্যের সোনার বরণে। আজ ও কাল কেমন থাকবে আবহাওয়া , কী জানাচ্ছে আবহাওয়া দফতর? 

Continues below advertisement

সপ্তমীর আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতর বলছে, সপ্তমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আজ চুটিয়ে ঠাকুর দেখা চলতেই পারে। হালকা বৃষ্টির পূর্বাভাস থাকায় ছাতা নিয়ে বেরোনো ভাল।

Continues below advertisement

অষ্টমীর আবহাওয়ার পূর্বাভাস

সকাল সকাল অষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে ঠাকুর দেখতে। কারণ কাল উত্তর আন্দামান সাগরে ফের তৈরি ঘূর্ণাবর্ত। যার প্রভাব টের পাওয়া যাবে নবমীতে। নবমী নিশিতে আকাশ ঢাকবে কালো মেঘে। দশমী এবং একাদশীতে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। দক্ষিণবঙ্গের পাশাপাশি, এই ২ দিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

আবহাওয়া দফতর জানাচ্ছে,

২৯-০৯-২০২৫ সপ্তমী
 
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হুগলি জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টি/বজ্রপাত হতে পারে, যার মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ, বজ্রপাত এবং দমকা হাওয়া (৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগ) সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
 
৩০-০৯-২০২৫: অষ্টমী
 
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলার এক বা দুটি স্থানে বজ্রপাত, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা) সহ সমস্ত জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।                
 
০১-১০-২০২৫: দশমী 
 
দক্ষিণবঙ্গের এক বা দুটি স্থানে বজ্রপাত, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা) সহ অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।।