অরিত্রিক ভট্টাচার্য ও রঞ্জিত সাউ, কলকাতা: নববর্ষেই কি পাতালে মিলবে নতুন পরিষেবা? পয়লা বৈশাখ থেকেই কি সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো? এমন সম্ভাবনাই উঠে আসছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের কথায়। 


কবে থেকে ইস্ট-ওয়েস্ট?
১৬ ও ১৭ মার্চ কমিশনার অফ রেলওয়ে সেফটি শিয়ালদা মেট্রোস্টেশন ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন। কলকাতা মেট্রো সূত্রে খবর, পরিকাঠামো খতিয়ে দেখার পর আগামী ৩ মাসের মধ্যে যে কোনও দিন শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র দিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। তারপরই ১লা বৈশাখ পরিষেবা চালু করতে চেয়ে কলকাতা মেট্রোর তরফে রেলবোর্ডকে চিঠি দেওয়া হয়েছে। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা বলেন, 'আমরা ১৫ এপ্রিল প্রোপোজড ডেট ধরেই রেলকে চিঠি পাঠাচ্ছি।'


কেমন সুবিধা?
এখন ইস্ট ওয়েস্ট মেট্রো চলে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। নতুন পরিষেবা চালু হলে তা দৌড়বে শিয়ালদা পর্যন্ত। প্রতিদিনই শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করেন লক্ষাধিক যাত্রী। ইস্ট ওয়েস্ট মেট্রো নেটওয়ার্কের সব থেকে বড় স্টেশন শিয়ালদা। শিয়ালদায় মাটির ১৬.৫ মিটার নীচে রয়েছে মেট্রোর লাইন। রয়েছে মোট ৩টি প্ল্যাটফর্ম। স্টেশনে থাকবে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। রয়েছে ২৭টি টিকিট কাউন্টার। এর মধ্যে বেশ কিছু টিকিট কাউন্টার বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা করে রাখা।


২০১৯-এর সেপ্টেম্বরে বৌবাজারে সুড়ঙ্গ বিপর্যয়ের পর বন্ধ হয়ে যায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। ২০২০-র জানুয়ারিতে কলকাতা হাইকোর্টের অনুমতিতে কাজ শুরু হয়। আবার বন্ধ হয়ে যায় লকডাউনের সময়। সম্প্রতি কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার জানিয়েছিলেন, চলতি বছরেই জোকা থেকে তারাতলা এবং নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোয় যাত্রী পরিষেবা শুরু হবে। ২০২৩-এর জুলাইয়ে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশের কাজ শেষ হয়ে যাবে। তবে একই লাইনে ব্যারাকপুর পর্যন্ত পৌঁছতে অবশ্য ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 


আরও পড়ুন: বগটুইয়ের ছবি নিয়ে অপপ্রচার, সাম্প্রদায়িক অশান্তিতে ইন্ধন, সতর্ক করল পুলিশ