কলকাতা: টিজার মন কেড়েছিল আগেই। আর এবার মুক্তি পেল বাংলার ছন্নছাড়া, অভিনব গোয়েন্দা গল্পের ট্রেলার। মাছে ভাতে বাঙালি গোয়েন্দা একেনবাবুর এবার রহস্য সমাধানের ঠিকানা পাহাড়। মুক্তি পেল 'দ্য একেন'-এর ট্রেলার।


 


একেন এবং অনির্বাণ 


অনির্বাণের সঙ্গে যেন সমার্থক হয়ে গিয়েছেন একেনবাবু। তবে 'একেন' ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। নেতিবাচক চরিত্র থেকে শুরু করে লালমোহন গাঙ্গুলির মত আইকনিক চরিত্রকে ফুটিয়ে তুলেছেন তিনি। সেই সমস্ত খ্যাতিকে কী একেন-এর খ্যাতি ম্রিয়মাণ করে ফেলছে? হাসতে হাসতে অভিনেতা উত্তর দিলেন, 'আসলে মানুষ পর্দায় আমায় সবচেয়ে বেশিবার দেখেছেন একেনবাবু হিসেবে। তাই ওই চরিত্রটাই মানুষের বেশি মনে থাকে। তবে আমি যখন ধূসর চরিত্রে অভিনয় করেছি, দর্শক একেনবাবুর সঙ্গে সেই কাজের তুলনা করেননি। স্বতন্ত্র অভিনয় হিসেবেই সেটাকে দেখে ভালো খারাপ বিচার করেছেন। আসলে বাস্তবে একেনবাবুর মত শিশুসুলভ সরল সাদামাটা আবার বুদ্ধিদীপ্ত মানুষের সংখ্যা বড় কমে আসছে। একেন চরিত্রটা আট থেকে আশি সবার কাছেই গ্রহণযোগ্য আর তাই বোধহয় একেনের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বাস্তবের একেনবাবুরা হারিয়ে যাচ্ছে বলেই পর্দার একেনের জনপ্রিয়তা বাড়ছে। আমি এর পরেও যদি কোনও চরিত্রে ৬টা সিজন ধরে অভিনয় করি, তবেই তার সঙ্গে একেন চরিত্রের তুলনা আসবে। আর আগে প্রতিটাই তো স্বতন্ত্র কাজ।'


 


আরও পড়ুন: ব্রেকআপের গুঞ্জনের মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট শ্রদ্ধা কপূরের


 


মাছে ভাতে বাঙালি গোয়েন্দা


আজ মুক্তি পাওয়া ট্রেলারে বাংলার নতুন এই গোয়েন্দার মধ্যে কিন্তু হাস্যকৌতুকের চিহ্নমাত্র নেই। কেবল রয়েছে পাহাড় আর সেখানে জমাট বেঁধে থাকা টান টান উত্তেজনা। রীতিমতো দুঁদে গোয়েন্দাদের মত কখনও পাহাড়ে ছুটছেন, আবার কখনও আড়াল থেকে সন্দেহভাজনের ওপর নজর রাখছেন একেনবাবু অনির্বাণ চক্রবর্তী।


সদ্য শ্যুটিং শেষ করে দার্জিলিং থেকে ফিরেছে টিম 'দ্য একেন'। কে রয়েছেন সেখানে? অবশ্যই অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। এছাড়াও রয়েছেন 'মন্দার' খ্যাত দেবাশীষ মন্ডল (Debasish Mondal), সুহত্র মুখোপাধ্যায় ( Suhotra Mukhopadhyay) ও পায়েল সরকার (Paayel Sarkar)। চলতি বছরের ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে 'দ্য একেন'।