ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ই-কমার্স সাইট OLX-এ ১০ হাজার টাকার জিনিস বিক্রি করতে গিয়ে ৪ লক্ষ ৪০ হাজার টাকা গায়েবের অভিযোগ (Online Fraud)। বিপাকে বহুজাতিক সংস্থায় কর্মরত ইঞ্জিনিয়ার। পুলিশে অভিযোগ দায়ের (Kolkata News)।
প্রতারণার শিকার ইঞ্জিনিয়ার
পুণের এক বহুজাতিক সংস্থায় চাকরি করেন পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ লোধ চৌধুরী। কলকাতায় বাড়ি বাঁশদ্রোণী (Bansdroni News) থানা এলাকার ব্রহ্মপুর প্লেসে। তিনি তাঁর বাড়ির রান্নাঘরের চিমনি বিক্রি করার জন্য ই-কমার্স সংস্থা ওয়েল এক্স-এ বিজ্ঞাপন দেন। অভিযোগকারীর দাবি, এরপরই ঘটে বিপত্তি।
জানা গিয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ওই ব্যক্তি ১০ হাজার টাকার চিমনি বিক্রি করতে গিয়ে প্রায় সাড়ে চার লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগকারী ইঞ্জিনিয়ারের দাবি, তিন-চারদিন আগে এক ব্যক্তি তাঁকে হোয়াটসঅ্যাপে কল করেন। ফোনে ওই ব্যক্তি আগ্রহ প্রকাশ করেন, চিমনি কেনার জন্য।
আরও পড়ুন: Shyamal Mondal:'প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে', পুলিশের দ্বারস্থ বাসন্তীর TMC বিধায়ক।Bangla News
এর পর ইঞ্জিনিয়ারকে ফোন পে-তে ১০ টাকা পাঠানো হয়। তারপর অভিযুক্ত জানান, এত টাকা ফোন পে-তে যাবে না। এই বলে অ্যাকাউন্ট নম্বর চান। অভিযোগ, অ্যাকাউন্ট নম্বর পাওয়ার পর QR কোড পাঠিয়ে সেটি স্ক্যান করতে বলা হয়।
অভিযুক্তদের খোঁজে পুলিশ
অভিযোগকারী ইঞ্জিনিয়ারের দাবি, QR কোড স্ক্যান করার পরই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ৪ লক্ষ ৪০ হাজার টাকা উধাও হয়ে যায়। ঘটনার দিনই বাঁশদ্রোণী থানায় অভিযোগ জানান তিনি। পুলিশ সূত্রে খবর, যে ওয়ালেটে টাকা সরানো হয়েছিল, সেখানে ব্যাঙ্কের সাহায্য ৩ লক্ষ ৭০ হাজার টাকা ব্লক করে দেন তদন্তকারীরা। তার আগেই অবশ্য অভিযুক্ত প্রতারক ৭০ হাজার টাকা সরিয়ে ফেলেছিল। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযোগকারীর বয়ান নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ।