কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : দুর্নীতি রোধে কলেজে ভর্তিতে এবার কেন্দ্রীয় অনলাইন ? কেন্দ্রীয় অনলাইনে মিলল নবান্নের সবুজ সঙ্কেত, এমনই খবর সূত্রের। কিন্তু, কীভাবে কার্যকর ? এনিয়ে আগামী সপ্তাহেই বৈঠকে বসছে উচ্চশিক্ষা দফতর। স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয় অনলাইন হবে বিশ্ববিদ্যালয় ভিত্তিক, খবর সূত্রের।


সবে শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। জুন মাসে ফলপ্রকাশের কথা। আর তার পরেই কলেজে ভর্তি। এই কলেজে ভর্তির ক্ষেত্রেই অভিনব সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারি সূত্রের খবর, এবার স্নাতকস্তরে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে অনলাইনের ব্যবস্থা করা হচ্ছে। এমনটাই সরকারি সূত্রের দাবি। এটাও দাবি করা হচ্ছে, এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিও মিলেছে। আগামী সপ্তাহেই এ ব্যাপারে উচ্চশিক্ষা দফতর এনিয়ে বৈঠক করবে, কীভাবে এটা লাগু করা যায় তা নিয়ে হবে আলোচনা। 


কলেজে ভর্তির নামে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠেছে। কোথাও অনিয়মের, তো কোথাও তোলাবাজির অভিযোগ উঠেছে। কোথাও আবার টাকা তোলার অভিযোগ উঠেছে। শিক্ষামহল থেকে বারবার দাবি উঠেছে, এই রোগের একমাত্র ওষুধ কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি। সূত্রের খবর, এবার সেই পথে হাঁটতে চলেছে সরকার। কলেজে ভর্তিতে চালু হতে চলেছে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি। এব্যাপারে নবান্নের সবুজ সঙ্কেত মিলেছে বলেও সূত্রের খবর। অনিয়ম রুখতেই রাজ্য সরকারের এরকম পরিকল্পনা বলে সূত্র মারফত জানা যাচ্ছে।


এখনও অনলাইনে ভর্তি হয়, তবে সেই ব্যবস্থা কলেজ-ভিত্তিক। সূত্রের খবর, কেন্দ্রীয়ভাবে অনলাইন ব্যবস্থা কার্যকর হলে কোনও বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কলেজ আছে, সবক’টার ক্ষেত্রে বিষয়ভিত্তিক একটাই মেধাতালিকা তৈরি হবে। ফলে সমস্ত প্রার্থী জানতে পারবেন, কোন কলেজে তাঁর সুযোগ পাওয়ার যোগ্যতা রয়েছে। তাঁকে আর কোনও দুর্নীতির খপ্পরে পড়তে হবে না।


প্রসঙ্গত, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু। সেই সময় কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির তৎপরতা শুরু হয়েছিল। কিন্তু, এরপর ব্রাত্য বসুর দফতর বদলে যায়। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির উদ্যোগও আর বাস্তবায়িত হয়নি।


গতবছর তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর, আবারও শিক্ষা দফতরের দায়িত্ব পেয়েছেন ব্রাত্য বসু। সেই বৃত্ত কি এবার সম্পূর্ণ হবে ? এবার কি কার্যকর হবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া ? সেটাই দেখার।


Education Loan Information:

Calculate Education Loan EMI