রুমা পাল, কলকাতা: হিডকোর (HIDCO) একটি দরপত্রকে ঘিরে শুরু হল পরিবেশ বিতর্ক। আদি গঙ্গার (Adi Ganga) আলিপুর (Alipore) থেকে কালীঘাট ব্রিজ (Kalighat Bridge) পর্যন্ত অংশে সৌন্দর্যায়ন ও পরিকাঠামো নির্মাণের জন্য ওই দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু তাতে কংক্রিটের পরিকাঠামো (Concrete Structure) তৈরির কথা কেন বলা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবিদ সুভাষ দত্ত (Subhash Dutta)।


দরপত্রকে ঘিরে শুরু পরিবেশ বিতর্ক


আদি গঙ্গার সৌন্দর্যায়ন ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে মাথাচাড়া দিল পরিবেশ বিতর্ক। সম্প্রতি আলিপুর ব্রিজ থেকে কালীঘাট ব্রিজ- এই এক কিলোমিটার এলাকায় আদি গঙ্গা বা টালি নালায় সংস্কার কাজের জন্য দরপত্র আহ্বান করেছে হিডকো। সেই দরপত্রে কংক্রিটের পরিকাঠামো তৈরির কথাও আছে। 


আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। পরিবেশবিদদের দাবি, কংক্রিটের পরিকাঠামো তৈরি হলে আদি গঙ্গার ক্ষতি হবে। আদিগঙ্গার কী অবস্থা এখন তা নৌকায় ঘুরে দেখলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। হেস্টিংসের তক্তাঘাট থেকে শুরু হয় যাত্রা।  


শহরে হেস্টিংস থেকে গড়িয়া, আদি গঙ্গার দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। কিন্তু প্রশ্ন হল, কেন করা হচ্ছে কংক্রিটের পরিকাঠামো? এতে কী ক্ষতি হতে পারে?


পরিবেশবিদ সুভাষ দত্তের দাবি, 'কংক্রিটের পরিকাঠামো তৈরি হলে নদীর প্রবাহ বন্ধ হয়ে যাবে, এটা কেন করা হবে? প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব।'


নৌকায় কিছুটা এগোতেই আদি গঙ্গায় পড়া গেল। কিন্তু আদিগঙ্গায় কিছুটা এগোতেই স্পষ্ট হয়ে উঠল দূষণের ছবিটা। একে তো নোংরা জল। তার ওপর দুর্গন্ধে টেকা দায়। তার ওপর ভাসছে মরা পশুর দেহ। 


কী পড়ছে না আদি গঙ্গায়? শহরের আবর্জনা তো আছেই, সেইসঙ্গে পড়ছে খাটালের আবর্জনা। আদি গঙ্গার দূষণের মোকাবিলা করতে ২০১৫ সালে জাতীয় পরিবেশ আদালতে মামলা হয়। সেই মামলায় আদালত বান্ধব নিযুক্ত করা হয় সুভাষ দত্তকে। জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দেয়, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্পে আদি গঙ্গার সংস্কার করতে হবে। 


আরও পড়ুন: Kolkata: ৬১ বছরের মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার পঞ্চম শ্রেণির ছাত্র, চাঞ্চল্য বাগুইআটিতে


পরিবেশবিদ সুভাষ দত্ত জানান, সৌন্দর্যায়নের জন্য কেন কংক্রিটের কাঠামো করা হবে? 'সেটা দেখার জন্য আমরা এখানে এসেছি।' 


হিডকোর পক্ষ থেকে কী জানানো হয়েছে?


এ বিষয়ে হিডকোর চেয়ারম্যান জানান, দরপত্রে কংক্রিটের পরিকাঠামোর বিষয়টি থাকলে তা খতিয়ে দেখা হবে। আলিপুর এরিয়া ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় এই কাজ হবে। তবে কংক্রিটের পরিকাঠামো নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন পরিবেশবিদ সুভাষ দত্ত।