জয়ন্ত পাল, কলকাতা: বাগুইআটিতে (Baguiati) ছুরি মেরে খুন করা হল মহিলাকে। খুনের (murder) অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে। কী নিয়ে বিবাদের জেরে এই ঘটনা, তা খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ। 


মহিলাকে খুনের ঘটনায় গ্রেফতার পঞ্চম শ্রেণির ছাত্র


পঞ্চম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে ৬১ বছরের মহিলাকে গলার নলি কেটে খুনের অভিযোগ। অভিযুক্ত নাবালক মহিলার নাতির বন্ধু। ১২ বছরের ওই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। 


পঞ্চম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে গলার নলি কেটে খুনের অভিযোগ ওঠায় শিউরে উঠেছে এলাকা। কিশোর মনে কেন এত হিংসা? কোন আক্রোশের বশে খুন করা হল ঠাকুমার বয়সি মহিলাকে। ঘটনার পর এই প্রশ্নই হাতড়ে বেড়াচ্ছে বাগুইআটি থানা এলাকার অর্জুনপুর পশ্চিম পাড়া।  


পুলিশ সূত্রে খবর, অর্জুনপুরে ভাড়া বাড়িতে ছেলেকে নিয়ে থাকতেন সরস্বতী সরকার। বাড়িতে যাতায়াত ছিল নাতির নাবালক বন্ধুর। বুধবার বিকেলেও ওই নাবালক বাড়িতে গিয়েছিল। সে সময়েই সম্ভবত কোনও কিছু নিয়ে মহিলার সঙ্গে বিবাদ হয় অভিযুক্তর। পুলিশি জেরায় নাবালকের দাবি, বাড়ি লাগোয়া আমবাগানে গেলে তাকে লক্ষ্য করে ছুরি ছুড়ে মারেন মহিলা। সেই ছুরি লেগে তার হাত কেটে যায়।  


তখনকার মতো চলে যায় নাবালক। অভিযোগ, পরে সন্ধে ৭টা নাগাদ ফিরে এসে সে ওই ঘটনা ঘটায়। স্থানীয় সূত্রে দাবি, গলায় মারাত্মক ক্ষত নিয়ে মহিলা টলতে টলতে দরজার কাছে এসে নাবালকের নাম করে চিত্‍কার করতে থাকেন। 


গুরুতর আহত অবস্থায় মহিলাকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক নার্সিংহোমে। তারপর আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে জানান চিকিত্‍সকরা। 


আত্মীয় ও প্রতিবেশীরা কী বলছেন?


মৃতের এক আত্মীয়ের দাবি, 'ও (অভিযুক্ত) বাজে পরিবারের ছেলে।'


স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, 'ওদের পরিবার পাড়ায় আসার পর থেকেই অশান্তি শুরু হয়েছে। সবাইকে সমসময় ধমকায় ওরা।'


বাগুইআটি থানার পুলিশ গ্রেফতার করেছে নাবালককে। বাড়ির পাশের নালা থেকে খুনে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। শুক্রবার অভিযুক্ত নাবালককে বিধাননগর জুভেনাইল কোর্টে তোলার কথা। 


আরও পড়ুন: North 24 Paraganas: ঋণের কিস্তি দিতে না পারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ বেসরকারি সংস্থার কর্মীদের বিরুদ্ধে