কয়েক মুহূর্তের ভয়ঙ্কর দুলুনি! সকাল তখন ১০ টা ১০।  বুক কেঁপে উঠেছে কলকাতাবাসীরও। এটা কি কোনও বড় বিপদ সঙ্কেত? কী বলছেন বিশেষজ্ঞরা? এবিপি আনন্দ কথা বলল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙগে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে।  তিনি জানালেন, কলকাতায় এই মাত্রার ভূমিকম্প মোটেই অবহেলা করার মতো নয়, বরং এটাকে একটা শিক্ষা হিসেবেই দেখা দরকার। বিশেষজ্ঞের মতে, কলকাতা সিক্ত পলিমাটির উপর অবস্থিত। মাটির নিচে একটা বড় কম্পন হলে নরম মাটির উপরে থাকা শহর অনেকটাই বিপদের কিনারায় পৌঁছে যাওয়া। কলকাতা শহরকে কেন চিন্তা করতে হবে, তার কয়েকটি কারণ দর্শালেন। 

Continues below advertisement

  • প্রথমত, এই শহর নরম কাদামাটির উপর দাঁড়িয়ে এর ভারবহন ক্ষমতা স্বাভাবিক ভাবেই কম। তাই এখানে মাটির নিচ আন্দোলিত হলে মাটির ধারণ ক্ষমতা কমে যায়। তাই ভূমিকম্প হলে ঘিঞ্চি এলাকায় বড় বিপদের আশঙ্কা তৈরি হতে পারে। বাড়ি হেলে যেতে পারে।   
  • দ্বিতীয়ত, শহর কলকাতা এখনও বহু পুরনো বাড়িতে ভরা। এই বাড়িগুলো খুবই বিপজ্জনক। ভূমিকম্পের ধাক্কায় যআ টনে যাওয়ার আশঙ্কা থাকে। বাড়িতে ফাটল বা চিড় ধরতে পারে, ভেঙে পড়তে পারে।   
  • তৃতীয়ত, কলকাতার অনেক জায়গায় বেআইনি নির্মাণ গড়ে উঠেছে। এগুলো মূলত জলাভূমির ওপর তৈরি , তাই যে কোনও ভূমিকম্পে টলে যাওয়ার ঝুঁকি সবথেকে বেশি । পুরপ্রশাসন ও সরকারকে অনেক সজাগ থাকতে হবে। কারণ, ভূমিকম্প বিরোধী আইন মেনে এই সব বাড়ি আদৌ তৈরি হচ্ছে কিনা দেখতে হবে। কিছুদিন আগেই কলকাতা ও শহরতলিতে প্রচুর হেলা বাড়ির ছবি দেখা গেছিল। মাটি কেঁপে উঠলে সেই সব বাড়ির বিপদ সবচেয়ে বেশি বলে দাবি বিশেষজ্ঞদের।    কলকাতা কি ভূমিকম্পপ্রবণ?
  • হিমালয়ের পাদদেশ থেকে কলকাতার দূরত্ব ৫০০ কিলোমিটারের আশপাশে। সেক্ষেত্রে হিমালয় উপত্যকায় ভূমিকম্প হলে তার প্রভাব এ শহরে পড়াটা অস্বাভাবিক কিছু নয়। কারণ, ভূমিকম্পপ্রবণ ও মৃদু ভূমিকম্পপ্রবণ জোনের মধ্যেই পড়ে কলকাতা।  শুক্রবার কলকাতায় সকাল ১০ টা ১০ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।  কেঁপে উঠল গোটা শহর থেকে জেলা। উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। বিভিন্ন জেলার মানুষও একই রকম কম্পন টের পেয়েছেন। পরে জানা যায় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিংয়ের ১১ কিলোমিটার দূরে। মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস।          

 

Continues below advertisement