মুম্বই: গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF Chapter 2)। প্রথম ছবির সাফল্যের পর থেকে দ্বিতীয়ভাগের জন্য দর্শকেরা কতটা উদগ্রীব ছিলেন, তার প্রমাণ পাওয়া গেল ছবি মুক্তি পেতেই। আর প্রথম সপ্তাহের শেষে ঐতিহাসিক বক্স অফিস কালেকশন 'কেজিএফ টু'-এর। এই ছবির হিন্দি ভার্সনই ২৫০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। হিন্দি ছাড়াও 'কেজিএফ চ্যাপ্টার টু' মুক্তি পেয়েছে তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম ভাষায়। সব মিলিয়ে প্রথম সপ্তাহের শেষে কত টাকার ব্যবসা করল এই ছবি?


'কেজিএফ চ্যাপ্টার টু' বক্স অফিস কালেকশন-


এদিন ট্রেড এক্সপার্ট মনোবালা বিজয়বালান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF Chapter 2 Box Office Collection) ছবির বক্স অফিস কালেকশন জানিয়েছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, প্রথম সপ্তাহের শেষে ৭০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। 



আরও পড়ুন - Bollywood Celebrity Updates: চিনতে পারছেন? এঁরা আজকের তারকা ভাইবোন


প্রসঙ্গত, বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন রকিং স্টার যশ (Rocking Star Yash)। অনুরাগীদের শুভেচ্ছা জানান একটা ছোট্ট গল্পের মাধ্যমে। নিজের রকি ভাই কায়দায় এক বালকের বিশ্বাস ও স্বপ্নের গল্প বলেন। যেখানে খরা আক্রান্ত একটি গ্রামে বৃষ্টির আশায় এক কিশোর ছাতা নিয়ে প্রার্থনাসভায় অংশ নেয়। সকলে তাঁকে হেয় করলেও তাঁর মনে আশা ছিল যে বৃষ্টি হবে, দু চোখ ভরা স্বপ্ন ছিল যে আবার শুকনো জমি ভরে উঠবে সবুজ ফসলে। নিজের সঙ্গে সেই বালকের তুলনা করেন যশ। বলেন, 'আমি সেই বালকটির মতো যাঁর বিশ্বাস ছিল যে এমন দিন দেখতে পাব। আপানদের জন্য ধন্যবাদ যথেষ্ট নয়, তবুও প্রত্যেককে আমি হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই আমার ওপর এভাবে আশীর্বাদ ও ভালবাসা ঢেলে দেওয়ার জন্য।'