পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ক্যুরিয়র সংস্থার (Courier Company ) নাম করে প্রতারণার অভিযোগ। প্রতারকদের (Fraud) পাঠানো লিঙ্কে ক্লিক করার পরই গায়েব ২৫ হাজার টাকা। লালবাজার (Laalbazar) সাইবার ক্রাইমে (Cyber Crime) অভিযোগ দায়ের অভিযোগকারী ব্যবসায়ীর। 


লিঙ্কে ক্লিক করতেই গায়েব টাকা: ক্রেডিট কার্ডের আবেদন করে তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ ব্যবসায়ীর। ইন্টারনেটে ক্যুরিয়র সংস্থার নম্বর দেখে ফোন করেই বিপত্তি। অভিযোগ, প্রতারকদের পাঠানো লিঙ্কে ক্লিক করতেই ধাপে ধাপে গায়েব ২৫ হাজারের বেশি টাকা। প্রতারণার শিকার হয়েছেন এন্টালির বাসিন্দা মহম্মদ নিসার। জোড়াসাঁকোয় তাঁর ফলের ব্যবসা রয়েছে।


সম্প্রতি তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছিলেন। গোলমালের সূত্রপাত এর পরেই। ব্যবসায়ীর দাবি, ব্যাঙ্ক থেকে বলা হয়, ক্রেডিট কার্ড ক্যুরিয়র করে দেওয়া হয়েছে। ক্যুরিয়র সংস্থার ট্র্যাকিং আইডি দেওয়া হয়। এরপর নেট-এ সার্চ করে ক্যুরিয়র সংস্থার নম্বরে ফোন করতেই বিপত্তি। 


 মোবাইলে পর্ন ছবি পাঠানো অভিযোগ: ব্যবসায়ীর দাবি, গত ১৫ জুন ক্যুরিয়র সংস্থার নামে ফোন করে তাঁকে বলা হয়, রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। নতুন করে রেজিস্ট্রেশনের জন্য ব্যবসায়ীর অ্যাকাউন্ট ও ফোন নম্বর চাওয়া হয়। সেই সব নম্বর দেওয়ার পরই লিঙ্ক পাঠিয়ে তাতে বলা হয় ক্লিক করতে। এর পর লিঙ্কে ক্লিক করা মাত্রই ধাপে ধাপে অ্যাকাউন্ট থেকে উধাও হয় ২৫ হাজার ৪০০ টাকা। শুধু তাই নয়, তার পর বিভিন্ন অজানা নম্বর থেকে তাঁর মোবাইল ফোনে পর্ন ছবি পাঠানো শুরু হয়েছে বলে মহম্মদ নিসারের অভিযোগ।  


প্রতারণার অভিযোগ দায়ের: সাইবার বিশেষজ্ঞদের দাবি, যে ফোন নম্বরটি দেখে ফোন করেন ওই ব্যবসায়ী তা আসলে প্রতারণা চক্রের। এর থেকে বাঁচার উপায় কী, তা নিয়ে নির্দিষ্ট পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গত ১৫ জুন লালবাজারে সাইবার ক্রাইমে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী। এখনও কেউ গ্রেফতার হয়নি। 


 


ক্যুরিয়রের নামে ‘প্রতারণা’