কলকাতা: শিয়ালদা (Sealdah) ডিমপট্টিতে দুই ভাইয়ের বচসা। দাদাকে খুনের চেষ্টার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। আক্রান্ত বছর চৌত্রিশের অনির্বাণ খাসনবিশ পেশায় গ্রামীণ ব্যাঙ্কের কর্মী (Bank Worker)। অভিযুক্তকে আটক করেছে মুচিপাড়া থানার পুলিশ (Muchi Para Police Station)। আক্রান্ত ব্যাঙ্ক কর্মীকে এনআরএসে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের পর তিনি বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর। 


পরিবার সূত্রে খবর, ছোট ছেলে সায়কের সঙ্গে সম্পত্তি নিয়ে খাসনবিশ পরিবারের বিবাদ চলছিল। অভিযোগ, বছর আঠাশের ওই যুবক গতকাল বাবাকে মারধর করেন। খবর পেয়ে সকালে বাড়িতে আসেন বিবাহিত দিদি। অভিযোগ, বিবাদ চলাকালীন দিদির ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালান সায়ক। এরপর দাদার ওপর চড়াও হন। এলোপাথাড়ি কোপে গুরুতর জখম হন ওই ব্যাঙ্ক কর্মী। চিত্কারে ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন প্রতিবেশীরা।


সম্পত্তি বিবাদে রক্তাক্ত রক্তের সম্পর্ক ! ভাইয়ের বিরুদ্ধে দাদাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল শিয়ালদার (Sealdah) ডিমপট্টিতে। গুরুতর আহত অবস্থায় NRS মেডিক্যাল কলেজে (NRS Medical College) ভর্তি করা হয়েছে পেশায় গ্রামীণ ব্যাঙ্কের কর্মী অনির্বাণ খাসনবিশকে । পরিবার সূত্রে খবর, সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল বাড়ির ছোট ছেলে সায়কের সঙ্গে। 


অভিযোগ, বছর আঠাশের ওই যুবক শনিবার বাবাকে মারধর করেন। খবর পেয়ে সকালে বাড়িতে আসেন তাঁর দিদি । অভিযোগ, রবিবার বিবাদ চলাকালীন দিদির ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালান সায়ক।এরপর দাদার ওপর চড়াও হন। এলোপাথাড়ি কোপে গুরুতর জখম হন ওই ব্যাঙ্ক কর্মী । চিত্কারে ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন প্রতিবেশীরা।


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পত্তিগত বিবাদেই এই ঘটনা । তবে নেপথ্যে আর কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে অভিযুক্ত ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । 


আরও পড়ুন: Madan Mitra: ‘বয়স হলে সিনিয়র নেতারা ভুল বললেও মেনে নিতে হয়’, কলেজের ফেস্ট বিতর্কে সৌগতকে কটাক্ষ মদনের