কামারহাটি: বিপুল খরচে কলেজ ফেস্ট (College Fest), টাকার উৎস নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সৌগত রায় (Sougata Roy)। সেই প্রেক্ষিতে এবার দলের বর্ষীয়ানের বিরুদ্ধে পাল্টা মন্তব্য করলেন মদন মিত্র (Madan Mitra)। 


কী বলেছেন মদন?



"উনি তো সিনিয়র হয়েছেন প্রায় ৭২ বছর বয়স। কখনও কখনও ঠিক কথা বলেন। কখনও আবার ভুলও বলেন। কলেজ ফেস্ট নিয়ে যা বলেছেন সেখানে বলে রাখা ভাল যে, সোনু নিগম কিংবা শ্রেয়া ঘোষালদের মতো শিল্পীদের আনতে গেলে প্রোমোটার কিংবা গুণ্ডার দরকার পড়ে। বয়স হলে সিনিয়র নেতারা ভুল বললেও মেনে নিতে হয়। কিছু কথা ঠিক বললেও, সব ঠিক নয়।" 


সৌগতর মন্তব্য


বরানগরে টিএমসিপির (TMCP) তরফে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে এদিন তৃণমূল সাংসদ বলেন, "কেকে (KK Death) গান গাইতে এসে মারা গেল, আমি ভাবি, এত টাকা আসে কোথা থেকে? ৩০, ৫০ লক্ষ টাকা কে দিয়েছে? হাওয়া থেকে তো আসে না!’ তিনি আরও বলেন, "এই টাকার জন্য পাড়ার মস্তান, প্রোমোটারের কাছে সারেন্ডার করলাম। হইহল্লা দরকার, কিন্তু প্রথমেই সারেন্ডার করলে পরে লড়াই করব কী করে?'' 


আরও পড়ুন, চিংড়ির ঘুষিতে কুপোকাত হতে পারে মানুষও! এই প্রাণীটি রেগে গেলেই বিপদ


কে কে প্রসঙ্গ


গত ৩১ মে কলকাতায় নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানের পর মৃত্যু হয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথের। সঙ্গীত মহলে তিনি কে কে নামেই পরিচিত ছিলেন। গুরুদাস কলেজের এই অনুষ্ঠান আয়োজন করেছিল তৃণমূল ছাত্র সংসদ। সঙ্গীতশিল্পীর মৃত্যুর পরই নানা প্রশ্ন উঠে আসে। কেন ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি? কেন অসুস্থতা সত্ত্বেও নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি? তেমনই প্রশ্ন ওঠে কলেজ ফেস্টের জন্য এই বিপুল অঙ্কের টাকার উৎস নিয়ে। এবার সেই একই প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বরানগরের অনুষ্ঠান থেকে প্রশ্ন তোলেন, "এত টাকা আসে কোথা থেকে? ৩০, ৫০ লক্ষ টাকা কে দিয়েছে?'' 


বিরোধীদের মন্তব্য


এদিকে ছাত্র সংসদের ফেস্ট নিয়ে যা হয় তা ওপেন সিক্রেট, এমনটাই মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। অন্যদিকে, এই ঘটনাকে বিলম্বিত বোধদয় বলে সৌগত রায়কে কটাক্ষ মহম্মদ সেলিমের।