ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : চলতি মাসেই চালু হতে চলেছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের (New Garia to Airport Rout) মেট্রো। আপাতত নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল করবে। আজই মিলতে চলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির (Commissioner of Railway Safety) ছাড়পত্র। সম্মতিপত্র হাতে পেলে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে মেট্রো চালু করার ভাবনা মেট্রো রেল (Metro Rail) কর্তৃপক্ষের। 


সেপ্টেম্বরেই হয়েছে ট্রায়াল রান। যাত্রী পরিষেবা শুরুর আগে, নিউ গড়িয়া থেকে রুবি... নতুন মেট্রো রুটের প্রস্তুতি খতিয়ে দেখেন, কমিশনার অফ রেলওয়ে সেফটি। দিনকয়েক আগে প্রতিটা স্টেশনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন, কমিশনার অফ রেলওয়ে সেফটি শুভময় মিত্র।


নিউ গড়িয়া-এয়ারপোর্ট অরেঞ্জ লাইন-


মেট্রো রেল সূত্রে খবর, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অরেঞ্জ লাইন। প্রথম ধাপে রুবি পর্যন্ত মেট্রো চলাচল করবে। নিউ গড়িয়া থেকে ৫টি স্টেশনের মধ্যে দৌড়বে মেট্রো। এই ৫টি স্টেশনের  মোট দূরত্ব ৫.৪ কিলোমিটার। তবে, টিকিটের দাম এখনও ঠিক হয়নি বলে জানা গেছে।


নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রুট চালু আছে। এরপর নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু হলে, দু’টি মেট্রো রুট যোগ হবে নিউ গড়িয়ায়। ফলে নিউ গড়িয়ায় তৈরি হবে রাজ্যে মেট্রোর প্রথম জংশন স্টেশন।


এদিকে কাজ শেষ। কিন্তু ইচ্ছে থাকলেও এখনই চালু করা যাচ্ছে না হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। পথের কাঁটা বউবাজার। মেট্রোর কাজের জেরে একাধিকবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এই এলাকা। একের পর এক বাড়িতে ফাটল দেখা গেছে। তার জেরেই বউবাজারে ৯ মিটার অংশে মেট্রোর কাজ থমকে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো চালাতে গেলে সল্টলেক সেন্ট্রাল পার্কের কারশেড থেকে আনতে হবে রেক। বউবাজারে কাজ শেষ না হলে তা সম্ভব নয়। সেই কারণেই কাজ শেষ হলেও পরিষেবা এখনই চালু করা যাচ্ছে না।


হাওড়া ময়দানে একটা শ্যাফট রয়েছে। কিন্তু সংকীর্ণ ওই শ্যাফট দিয়ে মেট্রোর রেক নামানো সম্ভব হচ্ছে না। তাই বউবাজারের কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আশার কথা, চলতি বছর ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 


আরও পড়ুন ; যাত্রী পরিষেবা শুরুর আগে প্রস্তুতি যাচাই, নতুন মেট্রো রুটের অপেক্ষায় শহরবাসী