কলকাতা: ‘কাশ্মীরের মতো এখানেও জেহাদিদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে। যতদিন না বাংলায় রাষ্ট্রবাদী সরকার তৈরি করব, ততদিন লড়াই চলবে। শ্যামাপ্রসাদের জন্মদিন উপলক্ষ্যে হাজরা মোড়ের সভায় হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এ দিন তিনি আরও বলেন, ‘কয়লা-গরুপাচারকাণ্ডে যেতে হবে, কীভাবে এই সরকারকে ওল্টাতে হয় রাষ্ট্রবাদীরা জানে।
আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shymaprasad Mukherjee) জন্মদিন উপলক্ষ্যে শোভাযাত্রারও অনুমতি নিতে হয়েছে আদালত থেকে। এ নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি! বাংলায় কেন বিরোধীদের কোনও কর্মসূচিতে অনুমতি দেয় না প্রশাসন, এমনই প্রশ্ন গেরুয়া শিবিরের। উত্তর দিয়েছে তৃণমূলও। পাশাপাশি এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল বিজেপি দফতরে। মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতরে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিন্হার মতো নেতারা। এ দিন রেড রোডেও পালিত হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন জেলায় জেলায় একাধিক কর্মসূচি ছিল বিজেপির।
একদিকে যখন লাগাতার বেড়ে চলা খরচে জর্জরিত সাধারণ মানুষ তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যেও বাগযুদ্ধে জড়াল বিজেপি-তৃণমূল। বুধবার ছিল বিজেপির পূর্বসুরী জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষ্যে গোলপার্ক থেকে বিশাল মিছিল করে বিজেপি। অংশ নেন শুভেন্দু অধিকারী, রাহল সিনহা-সহ রাজ্য বিজেপি নেতৃত্ব!
এর আগে এ দিন সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে অখিল ভারতীয় হিন্দু মহাসভা নামে এক সংগঠনের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে ভবানীপুরে। বিজেপি সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার সদস্যরা। ক্রমেই বচসা গড়াল হাতাহাতি, ধস্তাধস্তিতে। শেষপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে হল পুলিশকে।
জনসঙ্ঘের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষ্যে এদিন ভবানীপুরে তাঁর বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠিক ছিল বেলা ১২টা নাগাদ সেই অনুষ্ঠানে যোগ দেবেন শুভেন্দু অধিকারী।
তার আগে, সকাল পৌনে ১১টা নাগাদ, অখিল ভারতীয় হিন্দু মহাসভার ব্যানার নিয়ে বেশকিছু লোকজন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রত্যেকের হাতে ছিল এই ধরনের প্ল্যাকার্ড! সেখানে নাম না করে, শুভেন্দু অধিকারীর কড়া ভাষায় আক্রমণ করা হয়। এ ছবি সামনে আসতেই, আশেপাশে থাকা বিজেপির কর্মী সমর্থকরা জড়ো হয়ে যান। এগিয়ে আসেন বিক্ষোভকারীদের দিকে!
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তখন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে থাকা দু’পক্ষের সমর্থকদের সরিয়ে দেয়। শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেছ অখিল ভারতীয় হিন্দু মহাসভা।