কলকাতা: বাচ্চাকে কোলে নিয়ে আত্মঘাতী বাবা ? ট্যাংরার পরে এবার হালতু, এক পরিবারের ৩জনের রহস্যমৃত্যু। একদিকে ঝুলন্ত বাবার কোলে বাচ্চা, অন্যদিকে মায়ের ঝুলন্ত দেহ! ২ দেওয়ালে আলাদা আলাদা করে ২টি সুইসাইড নোট। একটি দেওয়ালে মামা-মামি আর সম্পত্তির উল্লেখ লেখা রয়েছে। অপর আরেকটি দেওয়ালে রয়েছে তৃতীয় একজনের নাম, পাওনাদারের কথা। সূত্র মারফত খবর, আড়াই বছরের শিশুকে খুন করে আত্মঘাতী হয়েছেন বাবা, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের।
পুলিশ সূত্রে খবর মিলেছে,গতকাল বিকেলে শেষবার দেখা গিয়েছিল পরিবারের ৩ জনকে। কয়েকদিন ধরেই ওই বাড়িতে পাওনাদাররা আসছিল। তবে কি দেনার ভারেই শিশুসন্তানকে মেরে আত্মঘাতী হলেন বাবা-মা? ইতিমধ্য়েই হালতুর ঘটনায় জোড়া সুইসাইড নোটের হদিশ মিলেছে। ঘরের দেওয়ালে পেন্সিল দিয়ে লেখা হয়েছে একটি সুইসাইড নোট। ওই সুইসাইড নোটে পেন্সিল দিয়ে লিখে মামা-মামিকে দায়ী করা হয়েছে। তবে এখানেই প্রশ্ন উঠেছে দেনার সঙ্গে পারিবারিক অশান্তিতেই সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি?
আরও পড়ুন, RG কর-কাণ্ডে এবার চিকিৎসককে জিজ্ঞাসাবাদ CBI-র, সেমিনার রুমে 'প্রথম' অভয়ার মৃতদেহ দেখেছিলেন তিনিই !
এদিন এক প্রতিবেশী বলেন, তখন দশটা- সাড়ে দশটা হবে। হঠাৎ বলছে যে দরজা খুলছে না তোর বন্ধু। তখন আমি ফোন করি। কিন্তু ফোন তোলেনি। তখন আমি গাড়িতে আরও তিন চারজনকে নিয়ে এলাম। তারপর দেখছি এরকম। পুলিশ এল। ওনারা বলছেন যে...
এবিপি আনন্দ : দরজা কি ভিতর থেকে বন্ধ ছিল ? শেষবার কখন দেখা হয়েছিল ?
প্রতিবেশী: হ্যাঁ ভিতর থেকে বন্ধ ছিল। কাল রাতে শেষবার দেখা হয়েছিল। ও একটা টাকা আমাদের থেকে নিয়েছিল। ওর বাচ্চার অস্ত্রোপচার ছিল। ইউনিয়ন থেকে সাহায্য় করেছিলাম। টাকাটা ও ফেরৎ দিয়েছিল। তারপর চাও খেয়েছিল। গল্পও করেছিল।
এবিপি আনন্দ :টাকার পরিমাণটা কত ছিল ?
প্রতিবেশী: ওই হাজার তিনেক টাকা।
এবিপি আনন্দ : পুলিশ বলছে যে, কিছু পাওনাদার বাড়িতে আসা শুরু হয়েছিল।
প্রতিবেশী: পাওনাদার বলতে, ওর ব্যাঙ্কের একটা লোন ছিল। সেক্ষেত্রে দেরি হচ্ছিল এই অবধি...। আমরা যখন জানালাটা খুলি, তখন দেখি, বাচ্চাটাকে কোলে নিয়ে...আমি দেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসি। তারপরেই পুলিশ আসে।
এবিপি আনন্দ : বাবাকে ঝুলন্ত দেখলেন, তখন কোলে বাচ্চা ?
প্রতিবেশী: হ্যাঁ, বাবার কোলে বাচ্চা, পিছনে ওনার স্ত্রী।
এবিপি আনন্দ : সেও ঝুলন্ত ?
প্রতিবেশী: হ্যাঁ। কার্ণিশে, শাড়ি সঙ্গে..
অপরদিকে, হালতুর এই এক পরিবারের ৩জনের রহস্যমৃত্যু এই ঘটনা কেন বারবার ঘটছে ? এনিয়ে এবিপি আনন্দ-কে এদিন এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন ডক্টর মিত্র।
এবিপি আনন্দ : ডক্টর মিত্র এটা ভীষম স্ট্রাইকিং। বাচ্চাকে কোলে নিয়ে আত্মঘাতী বাবা ? একটা ভালবাসা, টান-সেইটা যেনও ইঙ্গিত করা হচ্ছে, তার পাশাপাশি, ওই বাচ্চাটিকে খুন করা হয়েছে বলে অভিযোগ। কোন পর্যায়ে গেলে এমনটা সম্ভব ?
চিকিৎসক : ফ্রয়েড বলেছিলেন, আত্মহত্যা মানুষ তখন করে, যখন, অতিরিক্ত ক্রোধ তাঁর নিজের প্রতি দেখা দেয়। তখন মানুষ আত্মঘাতী হয়।