ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : খাস কলকাতায়  হাড়হিম করা ঘটনা। এবার উদ্ধার হল ট্রলিব্যাগ বন্দি মুণ্ডহীন দেহ। তাও আবার তা টেনে আনছিলেন দুই মহিলা। উত্তর কলকাতায় সাত সকালে এই ঘটনায় উত্তেজনা তুঙ্গে।

মঙ্গলবার সকালে আহিরীটোলার কাছে,  কুমোরটুলি ঘাটের ধারে দুই মহিলাকে ভারী ট্রলি ব্যাগ টানতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর যায় উত্তর বন্দর থানায়। ট্রলিব্যাগ খুলতেই ভিতরে মেলে মুণ্ডহীন দেহ। আহিরীটোলার কাছে গঙ্গার কুমোরটুলি ঘাট থেকে দুই মহিলাকে আটক করে উত্তর বন্দর থানার পুলিশ।  তাঁদের দুজনেরই মুখ মাস্কে ঢাকা। 

স্থানীয়দের দাবি,  টুকরো টুকরো করে  দেহ ট্রলিব্যাগে পুরে লোপাটের চেষ্টা করছিলেন মহিলারা । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে অ্যাপ ক্যাবে চড়ে আসেন  মাস্ক পরা দুই মহিলা। তাঁদের ভারী ব্যাগ টেনে ঘাটের ধারে নিয়ে আসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। মহিলারা ভারী ট্রলিব্যাগটি বয়ে আনতেও পারছিলেন না, ব্যাগটি এতটাই ভারী! সন্দেহ হতেই  মহিলাদের ঘিরে ধরেন স্থানীয়রা। দাবি, দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল এলাকায়।  তাঁরা বলেন, ট্রলিব্যাগে পোষ্য কুুকুরের মৃতদেহ রয়েছে। এরপর উত্তর বন্দর থানার পুলিশ এসে ট্রলিব্যাগ খুলতেই ভিতরে মেলে মুণ্ডহীন দেহাংশ। স্থানীয়দের দাবি, দেহটি এক মহিলার। ইতিমধ্যেই পচন ধরেছে দেহতে।  

স্থানীয়দেব দাবি, দুই মহিলার কাছে ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, হাসনাবাদ লাইনের কাজিপাড়া থেকে তাঁরা ট্রেনে করে এসেছেন। মনে করা হচ্ছে, ট্রেনে করে এসে ট্যাক্সি করে কলকাতার অন্যত্রও যান তাঁরা। সেখানেও দেহ ফেলার চেষ্টা করেন। কিন্তু পারেননি বলেই আহিরিটোলা ঘাটে এসে গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা করেন মহিলারা। তখনই স্থানীয় এক মহিলা দেখতে পেয়ে ছুটে যান। তারপর তিনিই স্থানীয়দের জড়ো করেন। তখনই দুই মহিলা দাবি করেন, ট্রলি ব্যাগে রয়েছে পোষা কুকুরের মৃতদেহ। তাতে সন্দেহ আরও বাড়ে। কারণ, সারমেয়র দেহ তো এত ভারী হয় না !  তাঁদের ব্যাগ খুলতে বলায় তারা রাজি হননি। তারপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ট্রলি ব্যাগ খুললে, দেখা যায় সেখানে আছে এক মানুষের রক্তাক্ত দেহ। অনুমান, এই মৃতদেহটি কয়েকদিনের পুরনো।  এখনও পর্যন্ত মুখ খোলেননি দুই মহিলা।  ঘটনা ঘিরে বাড়ছে রহস্য। 

এর আগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এক দুষ্কৃতীর মুণ্ডহীন দেহ উদ্ধার হয়।       আরও পড়ুন : সাতসকালে দুলে উঠল কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা, ভূমিকম্প বঙ্গোপসাগরের গভীরে