ঋত্বিক প্রধান, পশ্চিম মেদিনীপুর: নিম্নচাপ এর জেরে দক্ষিণবঙ্গের উপকূল এলাকার জেলা জুড়ে প্রবল বৃষ্টি শুরু। গভীর রাত থেকেই ভারী বৃষ্টি হচ্ছে উপকূল এলাকাগুলিতে। যার ফলে নীচু এলাকাগুলিতে জল জমতে শুরু করেছে। গ্রামগুলিতে অধিকাংশ পুকুর ডুবে গিয়ে রাস্তা ভাসিয়ে দিয়েছে। কিছু কিছু নীচু এলাকার বাড়িগুলিতে জল ঢুকতে শুরু করেছে। অধিকাংশ রাস্তাগুলি জলমগ্ন হয়ে যায়। 


আকাশে ঘন কালো মেঘ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে শুরু করেছে। এদিন দীঘার সমুদ্রও উত্তাল হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে , নিম্নচাপের ফলে পুরুলিয়া জেলা জুড়ে রাতভর বৃষ্টি হয়েছে। সকাল থেকে আকাশে কালো মেঘ করে বৃষ্টি হয়ে চলেছে অবিরাম। এর ফলে অসুবিধায় পড়েছে সাধারণ মানুষ। গৃহবন্দী হয়ে রয়েছে একাধিক নীচু এলাকা পড়েছে।


আরও পড়ুন, এক মিনিটের টর্নেডোয় লণ্ডভণ্ড বসিরহাটের গ্রাম, আহত বেশ কয়েকজন


মঙ্গলবারও বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। ঝোড়ো হাওয়া, বৃষ্টিতে আজও ভিজবে শহর, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানান হয়েছে। পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  বইতে পারে ঝোড়ো হাওয়াও। এমনটাই  পূর্বাভাস আবহাওয়া দফতরের।  


ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। মঙ্গলবারও ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। সমুদ্র উত্তাল থাকায় আগামীকাল পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 


মঙ্গলবার দিনভর শহর ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির আকাশ মেঘলাই থাকবে। বাঁকুড়া, পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে আজ। এদিকে, টানা বৃষ্টিতে অনেকটাই কমেছে তাপমাত্রা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে  ৩ ডিগ্রি কম।