নয়াদিল্লি: পেগাসাসের নাম না করে বিশেষ ধরনের স্পাইওয়্যার সম্পর্কে গ্রাহকদের সতর্ক করল অ্যাপল সংস্থা। তাদের সতর্কবার্তা, কোনও লিঙ্ক-এ ক্লিক না করলেও গ্রাহকের মোবাইল ফোনে হানা দিতে পারে ওই স্পাইওয়্যার।  এই স্পাইওয়্যারের হানাদারি ঠেকাতে তারা বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে দাবি অ্যাপল সংস্থার।  তাদের দাবি, ওই স্পাইওয়্যার খুবই আধুনিক। নির্দিষ্ট কাউকে নিশানা করে ব্যবহার করা হয় ওই স্পাইওয়্যার। তবে বেশিদিন এটি কার্যকর থাকে না। 


হ্যাক করার এই স্পাইওয়্যার কি ইজরায়েলের NSO গ্রুপের তৈরি পেগাস্যাস? সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছে অ্যাপল। সংবাদসংস্থা রয়টার্স যোগাযোগ করলে NSO গ্রুপ এই বিশেষ স্পাইওয়্যার নিয়ে কোনও মন্তব্য করেনি। সূত্রের খবর, টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি সংগঠন সফটওয়্যার সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কাজ করছিল। সেই সময়ই তাদের নজরে আসে, সৌদি কর্মী আইফোনে NSO গ্রুপের তৈরি  স্পাইওয়্যার পাওয়া গিয়েছে। 


আরও পড়ুন: India Corona Update: উদ্বেগ বাড়িয়ে দেশে বাড়ল দৈনিক মৃত্যু, একদিনে আক্রান্ত প্রায় সাড়ে ২৫ হাজার


কোনও ব্যক্তি লিঙ্ক ক্লিক না করলেও পেগাস্যাস তার ফোনে হানা দিতে পারে। পেগাস্যাস ব্যবহারকারীর ক্যামেরা এবং মাইক্রোফোন চালু করতে পারে। মেসেজ, ইমেল, কল রেকর্ড করতে পারে পেগাস্যাস। যে ধরনের হ্যাকের কথা বলা হচ্ছে তা অত্যন্ত উচ্চ মানের। যার জন্য বহু টাকাও খরচ করা হয়ে থাকে। মূলত এক একাধিক কোনও ব্যক্তিকে টার্গেট করা হয়ে থাকে।


এদিকে পেগাসাস মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল না কেন্দ্র। সরকারের যুক্তি এতে জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত রয়েছে। নাগরিকের মৌলিক অধিকারের লঙ্ঘন সম্পর্কিত তথ্য সরবরাহ করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য। পাল্টা সওয়াল মামলাকারীর আইনজীবীর। চলতি সপ্তাহেই অন্তর্বর্তী রায়, জানাল সর্বোচ্চ আদালত। ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত রয়েছে।’ এই যুক্তি দেখিয়ে পেগাসাস মামলায় আদালতে হলফনামা জমা দিল না মোদি সরকার। পাল্টা সুপ্রিম কোর্টও কড়া অবস্থান নিয়ে জানিয়ে দিল, চলতি সপ্তাহেই অন্তর্বর্তী রায় দেওয়া হবে। বিরোধী দলের হেভিওয়েট নেতা-ভোট কুশলী থেকে সাংবাদিক-সমাজকর্মী, একাধিক ব্যক্তির বিরুদ্ধে ইজরায়েলি স্পাইসফটওয়্যার পেগাগাস ব্যবহার করে, নজরদারির অভিযোগ উঠেছে, মোদি সরকারের বিরুদ্ধে।


আরও পড়ুন: Modi Biden Meet :আগামী সপ্তাহেই প্রথম কোয়াড গোষ্ঠীভুক্ত রাষ্ট্রনেতাদের মুখোমুখি হবেন জো বাইডেন, যাচ্ছেন মোদি