সৌভিক মজুমদার, কলকাতা: বিভিন্ন প্রশ্ন তুলে কলকাতা (Kolkata) হাইকোর্টে (Kolkata Highcourt) স্কুল বন্ধের আবেদন করা হয়েছিল। শুনানিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়, পড়ুয়াদের সুরক্ষার সব দিক বিবেচনা করেই খোলা হয়েছে স্কুল । দু’পক্ষের বক্তব্য শুনে, আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ।
কিছু বেসরকারি স্কুলে (Private School) কেন পড়ুয়াদের ১০০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে? যখন সব পড়ুয়ার করোনার ভ্যাকসিনেশন হয়নি, তখন কেন খোলা হল স্কুল? এই সব প্রশ্ন তুলে স্কুল বন্ধের দাবি জানানো হয় কলকাতা হাইকোর্টে।
আরও পড়ুন: Birbhum News: ঘরে ঢুকে ভাঙচুর, পুরভোটের আগে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সেই মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt) রাজ্যে গত ৩ ফেব্রুয়ারি অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলে গেছে স্কুলের দরজা। সোমবার থেকে চালু হয়েছে পাড়ায় শিক্ষালয়।
এই পরিস্থিতিতে স্কুল বন্ধের দাবিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Kolkata Highcourt) । বীরভূমের (Birbhum) এক ব্যক্তি ওই মামলা করেন। আদালত সূত্রে খবর, মামলায় প্রশ্ন তোলা হয়, কিছু বেসরকারি স্কুল পড়ুয়াদের উপস্থিতি ১০০ শতাংশ করেছে। অথচ সব পড়ুয়ার ভ্যাকসিনেশন (Covid Vaccine) হয়নি। এই পরিস্থিতিতে অনলাইনে পঠনপাঠন বন্ধ রেখে কেন সশরীরে ক্লাস চালু হল?
আরও পড়ুন: Road Accident: বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনা, ট্রাফিক সার্জেন্টের মৃত্যু
হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে এই মামলা দায়ের হয়। আদালত সূত্রে খবর, শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, সরকার পড়ুয়াদের সবরকম সুরক্ষার ব্যবস্থা নিয়েছে। চিকিত্সক, পড়ুয়া, অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুলে ক্লাস কীভাবে হবে, তার পদ্ধতি ঠিক হয়েছে। দু’পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির বেঞ্চ আবেদন খারিজ করে দেয়।