ময়ূখ ঠাকুর চক্রবর্তী,কলকাতা: শহরে ফের হানি ট্র্যাপের পর্দা ফাঁস। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা টেলি কল সেন্টার খুলে ফাঁদ পেতে বসেছিল। কেউ ফাঁদে পা দিলে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করা হত বলে অভিযোগ। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সামনে কল সেন্টার! পিছনে হানি ট্র্যাপ। কলকাতায় ফের হানি ট্র্যাপের পর্দা ফাঁস। 


ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর,  ধৃত শুভ দাস নামে এক ব্যক্তি বেশ কয়েকজন মহিলাকে নিয়ে একটি কল সেন্টার তৈরি করে। সেই কল সেন্টারের আড়ালে চলত মধুচক্র। কেউ ফাঁদে পা দিলেই আপত্তিকর অবস্থায় তাঁর ছবি তুলে ব্ল্যাকমেল করা হত বলে অভিযোগ। 


এভাবেই এক ব্যক্তির কাছ থেকে প্রথমে ৫০ হাজার টাকা ও পরে পরিচয় প্রকাশ্যে আনার হুমকি দিয়ে ৮ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। এরপরই তিনি অভিযোগ জানান হেয়ার স্ট্রিট থানায়। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে ওই কল সেন্টারে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত শুভ দাসকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে বেশকিছু মোবাইল, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। 


শিশুপাচার চক্রের হদিশ : সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে শিশুপাচার চক্রের হদিশ মেলে। কলকাতা (kolkata), হুগলি (hooghly), হাওড়া (Howrah) ও দক্ষিণ দিনাজপুর (South Dinajpur)- ৪ জেলার যোগসূত্র। বড়সড় শিশু পাচারচক্রের পর্দাফাঁস (Child Trafficking racket busted) করার পর সেই সব সূত্র ধরেই এগোতে চাইছে পুলিশ (Police)। কলকাতার পাচারকারীদের সঙ্গে বালুরঘাটের (Balurghat) কী যোগসূত্রে, সেটাই ভাবাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশকে।


ঠিক কী হয়েছে? ৪ লক্ষ টাকায় ১ মাসের শিশুকে বিক্রির অভিযোগ। ১০ এপ্রিল শিশু পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে বালুরঘাট থেকে গ্রেফতার করা হয় ২ জনকে। ১৩ ও ১৪ এপ্রিল হুগলি, হাওড়া ও কলকাতা থেকে গ্রেফতার করা হয় আরও ৬ জন। গোটা ঘটনা সামনে আসার পর আলোড়ন পড়ে গেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। তাত্‍পর্যপূর্ণ হল,  ধৃতরা কেউই দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা নয়। ধৃতদের মধ্যে ৫ জন কলকাতার বাসিন্দা, একজন হুগলির, ২ জন হাওড়ার।