ব্যাঙ্কক: কিছুদিন আগেই টমাস কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার কি আরও একটি পদক আসতে চলেছে ব্যাডমিন্টনে। থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu)। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জাপানের আকানে ইয়ামাগুচিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন ২ বারের অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় শাটলার। 


সিন্ধু এদিন হারালেন বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্বের প্রাক্তন এক নম্বর আকানে ইয়ামাগুচিকে। ষষ্ঠ বাছাই সিন্ধু জিতেছেন ২১-১৫, ২০-২২, ২১-১৩ গেমে। ২ জনের মধ্যে প্রায় ৫১ মিনিটের দুর্ধর্ষ লড়াই হয়। এর আগে উবের কাপে ধাক্কা খেয়েছিলেন সিন্ধু। কিন্তু এদিন নিজের চেনা ছন্দেই কোর্টে দেখা গিয়েছিল সিন্ধুকে। 


ইয়ামগুচি এর আগে বারবার শক্ত গাঁট ছিলেন সিন্ধুর


ইয়ামাগুচি বরাবরই সিন্ধুর কাছে কঠিন গাঁট। এশিয়ান চ্য়াম্পিয়নশিপেও ২ জনে আমনে সামনে হয়েছিল। সেই ম্যাচে হেরে তো গিয়েইছিলেন, একইসঙ্গে বিতর্কেও জড়িয়েছিলেন। সিন্ধু এবং ইয়ামাগুচি এই ২৫ বার একে অপরের মুখোমুখি হয়েছিলেন। এই জয়ের ফলে এই নিয়ে ইয়ামাগুচিকে ১৬ বার হারালেন পিভি সিন্ধু।


এর আগে, অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (All England Open Badminton Championships) দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন পিভি সিন্ধু (PV Sindhu)। জাপানের (Japan) সাকায়া তাকাহাশির (Sayaka Takahashi) কাছে হেরে গেলেন হায়দরাবাদের শাটলার। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ১৯-২১, ২১-১৬, ১৭-২১। এই নিয়ে সিন্ধুর বিরুদ্ধে টানা তিনটি ম্যাচে জয় পেলেন তাকাহাশি। সবমিলিয়ে সিন্ধুর সঙ্গে লড়াইয়ে তিনি ৫-৪ এগিয়ে।  


এবারের অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ বাছাই ছিলেন সিন্ধু। তিনি দু’বার অলিম্পিক্সে পদকজয়ী। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও পদক রয়েছে হায়দরাবাদের শাটলারের। কিন্তু তিনি এখন বিশ্বের ১৩ নম্বর তাকাহাশির কাছে টানা তিনটি ম্যাচে হেরে গেলেন। আজ এক ঘণ্টা ৬ মিনিটের লড়াইয়ের পর হার মানেন সিন্ধু। তিনি জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু শেষপর্যন্ত জাপানি শাটলারই জয় পান।