কলকাতা: ডায়াগনস্টিক সেন্টারের নমুনা সংগ্রহের আড়ালে হাসপাতালের কারবার। নমুনা সংগ্রহের লাইসেন্সের আড়ালে হাসপাতাল, চলছিল অস্ত্রোপচারও। অস্ত্রোপচারের পরে রোগীর পা বাদ, স্বাস্থ্য কমিশনে নালিশের পরেই পর্দাফাঁস।


হায়দরাবাদের একটি হাসপাতালের নাম ব্যবহার করে রমরমা কারবার! অভিযুক্ত শরৎ বসু রোডের পালস ডায়াগনস্টিক সেন্টার। ভুয়ো হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের। এখনও এ ব্যাপারে মেলেনি অভিযুক্ত ডায়াগনস্টিক সেন্টারের প্রতিক্রিয়া। 


এদিকে, ইতিমধ্যেই সরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিলে রাশ টানতে উদ্যোগী রাজ্য সরকার। হাসপাতালে ভর্তি হওয়ার ৬ ঘণ্টার মধ্যে রোগী মারা গেলে বা হাসপাতাল থেকে রোগীকে ছাড়িয়ে নিয়ে গেলে, যা বিল হবে, তার এক চতুর্থাংশ চার্জ করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ। নবান্নের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকে এমনই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  


বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিলে রাশ টানতে উদ্যোগী রাজ্য সরকার। পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করতে নবান্নের নির্দেশে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটিও। সেই কমিটির প্রথম বৈঠকে নেওয়া হল এমনই সিদ্ধান্ত। স্বাস্থ্যভবনে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার ৬ ঘণ্টার মধ্যে রোগী মারা গেলে বা হাসপাতাল থেকে রোগীকে ছাড়িয়ে নিয়ে গেলে, যা বিল হবে, তার এক চতুর্থাংশ চার্জ করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ। 



  • হাসপাতালে রোগী ভর্তি থাকলে, রোগীকে দেখতে চিকিৎসক দিনে একবার ভিজিটিং চার্জ নিতে পারেন। 

  • তার বেশি তিনি এসে রোগীকে দেখলেও, তার জন্য চার্জ নিতে পারবেন না। 

  • হাসপাতালের বেডের খরচ এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার খরচ ডিসপ্লে করতে হবে। 

  • প্রত্যেক বছর হাসপাতালের কত টাকা খরচ হচ্ছে, সেটা স্বাস্থ্য দফতরের এই বিশেষ কমিটির কাছ থেকে মঞ্জুর করাতে হবে। 


রাজ্যে প্রায় ৪ হাজার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম রয়েছে। এর মধ্যে কলকাতা সহ বিভিন্ন জেলায় রয়েছে ৮০টি বড় বেসরকারি হাসপাতাল। এদিনের বৈঠকে কমিটির তরফে জানানো হয়, স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে একাধিকবার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে নির্দেশ দেওয়া হলেও তারা সেটি কার্যকর করার মত কোনও পদক্ষেপ এখনও নেননি। 


আগামী ৩০ দিনের মধ্য়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমেরগুলিকে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।  অ্যাসোসিয়েশন অফ হসপিটালস্ অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট রূপক বড়ুয়া জানিয়েছেন, স্বাস্থ্য কমিশন এনিয়ে আগেও পরামর্শ দিয়েছে। এরমধ্যে কিছু সংশোধনের বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তী ধাপে, অ্য়াসোসিয়েশনের তরফে বক্তব্য জানানোর জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হচ্ছে।