সত্যজিৎ বৈদ্য, কলকাতা: বইয়ের পাতা থেকে জনপ্রিয় কমিকসের জলজ্যান্ত চরিত্ররা উঠে এল কলকাতার কার্নিভালে (। ব্যাটম্যান, জোকার থেকে শুরু করে অরণ্যদেব, শক্তিমান, নন্টে ফন্টে, হাজির সব্বাই। রবিবার, আইসিসিআর-এ কলকাতা কমিকস কার্নিভালের শেষ দিন রীতিমতো জমে উঠল।


জমে উঠল কলকাতার কমিকস কার্নিভাল


কে বলেছে টেকস্যাভি জেনারেশন বইয়ের পাতা ওল্টায় না? কমিকস পড়ে না? রবিবার কলকাতার আইসিসিআর-এ কমিকস প্রেমীদের ভিড় ছিল দেখার মতো। শুধু বই পড়া নয়, কমিকস-প্রেমীরা নিজেরাই পছন্দের চরিত্র সেজে হাজির হয়েছিলেন কমিকস কার্নিভালে। 


চোখের সামনে গোকু, ব্যাটম্যান, জোকার-কে ঘোরাফেরা করতে দেখে বেজায় খুশি কচি-কাঁচারা। এর আগে চলতি বছরের মে-মাসে হয়েছিল এই কার্নিভাল। কলকাতায় এই নিয়ে দ্বিতীয়বার কমিকস কার্নিভালের আয়োজন করা হল। তিন দিনের কার্নিভালে রবিবারই ছিল শেষ দিন।


আরও পড়ুন: Border Security: গরু থেকে মাদক পাচারের রমরমা, সীমান্তের নিরাপত্তা জোরদার করতে ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠক


অরণ্যদেব, শক্তিমান, হিম্যান, ফ্যান্টম, নন্টে-ফন্টে, বাঁটুল দি গ্রেট ছাড়াও বাংলাদেশ ও বিদেশের নানা কমিকসের সম্ভার ছিল কার্নিভালে। কমিকস কার্নিভালে শুধু বই নয়, পছন্দের চরিত্রদের ছবি আঁকা টি-শার্টও বিকিয়েছে রমরমিয়ে। পরের বার থেকে বছরে দু‘বার আরও বড় করে কার্নিভাল করার কথা ভাবছেন উদ্যোক্তারা। 


ডিজিটাল যুগে উপস্থাপনার কমতিই বই বিমুখ করছে পড়ুয়াদের!


তবে ডিজিটাল যুগে বই পড়ার অভ্যাস পড়ার অভ্যাস কমেছে বললে দাবি করা হলেও, নতুন প্রজন্মের কাছে কমিকস বরাবরই জনপ্রিয়। তাতে অরণ্যদেব, শক্তিমান, নন্টে ফন্টে যেমন রয়েছে, তেমনই বিদেশি কমিকসের প্রতিও অমোঘ আকর্ষণ রয়েছে। নামীদামি বুক স্টোরে গেলেই তার প্রমাণ মেলে। তবে বিশ্বায়নের যুগে যেখানে অ্যানিমে, ওয়েবটুনের রমরমা, সেখানে কমিকসের প্রতি আকর্ষণ ধরে রাখার ক্ষেত্রে উপস্থাপনার উপরও জোর দেওয়া উচিত বলে মত বাজার বিশেষজ্ঞদের। 


এ প্রসঙ্গে কমিকস চরিত্রদের বড়পর্দায় রূপান্তরকেও উদাহরণ হিসেবে তুলে ধরেন কেউ কেউ। মার্ভেল স্টুডিও-র 'অ্যাভেঞ্জার্স' সিরিজ, বছরের পর বছর ধরে চলে আসা 'স্পাইডারম্যান' কমিকস নির্ভর ছায়াছবি, ডিসি-র 'ব্য়াটম্যান', 'সুপারম্যান' সিরিজ তার জলজ্যান্ত উদাহরণ। ভারতের মতো দেশেও বিপুল ব্য়বসা করে ওই সমস্ত ছবি। বছর বছর তাই একের পর এক ছবি তৈরি করে বিপুল আয় করে হলিউডের প্রযোজনা সংস্থাগুলি।