রঞ্জিত সাউ, কলকাতা: বাড়ির মালিক থাকেন বিদেশে (Foreign)। আর এমন সুযোগ হাতছাড়া করতে চায়নি কেউ। মালিকের অনুপস্থিতির সুযোগেই বাড়িতে বসেছিল মধুচক্রের (honey trap) আসর। কে চালাচ্ছিল সেই চক্র? শুনে চোখ কপালে সকলের। সল্টলেকের ৩৪ নম্বর ওয়ার্ডের (34 No. Ward) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


কে চালাচ্ছিল ফাঁকা বাড়িতে মধুচক্র?


বাড়ির মালিকের অনুপস্থিতিতে বাড়িতে চলছিল মধুচক্র। আর সেই চক্র চালাচ্ছিল ওই বাড়িরই কেয়ারটেকার ও তার স্ত্রী। ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের তৎপরতায় চক্রের পর্দা ফাঁস হল। বিধাননগর দক্ষিণ থানার হাতে গ্রেফতার ৪ যুবক ও ৬ জন মহিলা।


সূত্র মারফত জানা যাচ্ছে...


সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারের কাছে খবর আসছিল, যে এইচ বি ১২০ নম্বর বাড়িতে দিনে ও রাতে বেশ কিছু যুবক ও যুবতীদের আসা যাওয়া চলছে। খবর পেয়ে তাঁর সন্দেহ হয় সেখানে কোনও অসামাজিক কাজ হচ্ছে। এবং সেই খবর আদৌ সত্য কিনা সেই খোঁজ চালাতে শুরু করেন তিনি।


আরও পড়ুন: South 24 Pargana: বাসন্তীতে বোম বিস্ফোরণের ঘটনার তদন্তে ফরেন্সিক দল


আজ অর্থাৎ সোমবার দুপুরে ফের কিছু যুবক ও যুবতী ওই বাড়িতে আসে। সেই খবর পেয়ে কাউন্সিলর বিধাননগর দক্ষিণ থানার পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় ওই বাড়িটিতে।দেখা যায় ঘরের মধ্যে তিন জন যুবক ও পাঁচ জন যুবতী রয়েছেন। জিজ্ঞাসাবাদ করায় তারা জানায় যে চিকিৎসার জন্য এসেছে। কিন্তু সেই দাবির সঠিক কোনও কাগজ দেখাতে পারেনি। এরপরই তাদের আটক করা হয়।


আরও জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই বাড়ির কেয়ারটেকার ও তার স্ত্রী, বাড়ির মালিক না থাকার সুযোগে ও আরও বেশি অর্থের লোভে এই চক্রের আসর বসিয়েছিল। ইতিমধ্যে তাদেরও আটক করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।


এই ঘটনায় মোট আটক চারজন যুবক ও ছয় জন যুবতী।তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা।