শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত করতে এল ফরেন্সিক দল। সোমবার সকালে ফরেন্সিক দলের সদস্যরা এসে পৌঁছন। বাসন্তীর ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১১ নম্বর সর্দার পাড়া গ্রামে। এই গ্রামে গত চারদিন আগে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। একটি বাড়িতে বোমা মজুদ রাখা ছিল বলে অভিযোগ উঠেছিল আর সেই বোমা সারাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছিল ফারুক সর্দার নামে এক ব্যক্তির। ঘটনার তদন্তে নেমে বাসন্তী থানার পুলিশ হামিজ উদ্দিন সর্দার বলে একজনকে গ্রেফতার করে। সেই ঘটনাটি তদন্ত এল ফরেনসিক দল। বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল না বাইরে থেকে বোমা ছোড়া হয়েছে সেই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে তদন্তকারী দলটি।


বাসন্তীতে বিস্ফোরণ: 


গত ২৯ মার্চ সকাল সাড়ে ৯টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বাসন্তী থানার (Basanti Police Station) অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১১ নম্বর আমাঝাড়া  সরদারপাড়ায় একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে।  তাতে গোটা বাড়ি ধূলিসাৎ হয়ে যায়। মজুত বোমা থেকে বিস্ফোরণ হয় বলেই সন্দেহ স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়। বাড়িতে বোমা মজুত রাখার অভিযোগে বাড়ির মালিক হামিজ উদ্দিন সর্দারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 


উস্তিতে বোমা ফেটে আহত শিশু


গতকালই এমনই একটি খবর এসেছিল। সেখানে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম শিশু। এই ঘটনাটি ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনার উস্থি এলাকায়। সেখানেই খেলার সময় আচমকাই একটি বোমাকে বল ভেবে খেলতে যায় ২ শিশু। সেই সময়ই তা ফেটে গুরুতর জখম হয় তারা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


আরো পড়ুন: ডায়াবেটিস কেড়ে নিতে পারে দৃষ্টিও ! এই লক্ষণগুলি দেখলেই সাবধান হোন