সন্দীপ সরকার, কলকাতা : টসিলিজুমাবকাণ্ডের (Tocilizumab) পর ফের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল (Kolkata Medical College Hospital) থেকে চুরির অভিযোগ (Theft Allegation)। এবার অভিযোগ, ২৬টি দামী ইঞ্জেকশন চুরি হয়ে গেছে। কাকতালীয়ভাবে আগেরবার টসিলিজুমাব ইঞ্জেকশনও ২৬টিই চুরি হয়েছিল। অর্থাৎ বারবার কলকাতা মেডিক্যাল কলেজে যাচ্ছে চুরি হচ্ছে তা ২৬টি! দামী ইঞ্জেকশন চুরির অভিযোগ উঠতেই বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 


মেডিক্যালে ইঞ্জেকশন চুরি


গত বছরের জুনে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেই চুরি হয়েছিল করোনা চিকিত্‍সায় ব্যবহৃত ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন। এবার সেই মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেই ২৬টি ‘ফ্যাক্টর এইট’ নামে দামী ইঞ্জেকশন চুরির অভিযোগ উঠেছে। এই ইঞ্জেকশন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ও অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করে। হাসপাতলের সার্জারি বিভাগের সিস্টার ইনচার্জ অভিযোগ জানান সুপারের কাছে। সূত্রের দাবি, ২৬টি ইঞ্জেকশনের দাম প্রায় ১ লক্ষ টাকা। ঘটনায় হাসপাতালের ১ চুক্তিভিত্তিক কর্মীর দিকে অভিযোগের আঙুল উঠেছে। 


তদন্তে পুলিশ


কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার জানিয়েছেন, বিষয়টি জানার পর বৃহস্পতিবার বউবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে। টসিলিজুমাব কাণ্ডে হাসপাতাল ও স্বাস্থ্য দফতরের তদন্তের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় এক চিকিত্‍সক, নার্সিং ইনচার্জ ও এক নার্সকে কোচবিহারে বদলি করা হয়। এবার নতুন করে ইঞ্জিকশন চুরির অভিযোগে শুরু হয়েছে পুলিশি তদন্ত। 


এদিকে, আরজি করে ডাক্তারির কোর্সে ভর্তির নামে প্রতারণা চক্রের পর্দাফাঁস। ‘ডোনার’ কোটায় এমবিবিএস-এ ভর্তির নামে প্রতারণা চক্রের হদিশ।প্রতারণা চক্রের হদিশ পেল আরজি কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। '২৫ লক্ষ টাকা দিলেই ডাক্তারির কোর্সে ভর্তির আশ্বাস দিয়ে প্রতারণা’, ‘প্রতারণার শিকার ত্রিপুরার ২ পড়ুয়া, স্বাস্থ্য দফতরের এক আধিকারিক’, ‘অধ্যক্ষের সই জাল করে চলছিল প্রতারণা চক্র’, টালা থানায় অভিযোগ দায়ের আরজি কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। ঘটনায় গ্রেফতার আরজি কর হাসপাতালেরই চুক্তিভিত্তিক এক নিরাপত্তাকর্মী ।


আরও পড়ুন- খবর প্রকাশের পর পাল্টাল পরিস্থিতি, ১৪ দিন পর পূর্বস্থলীর কাদাপাড়া গ্রামে ফির বিদ্যুৎ