কলকাতা: দুর্গাপুজোর পর সবচেয়ে বড় উৎসব শহরের বুকে। ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল। আগামী ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। আগের বছরের মতোই বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরের মতো সল্টলেকের করুণাময়ীর বইমেলা প্রাঙ্গনেই বইমেলার আয়োজন হচ্ছে। কবি, সাহিত্যিক থেকে বিদ্বজনেরাও উপস্থিত থাকবেন সেখানে। কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ, কলকাতা সাহিত্য উৎসব বা লিটারেচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি। (Kolkata Book Fair 2026)

Continues below advertisement

বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছেন, বিগত কয়েক বছর ধরে কলকাতা র্আন্তর্জাতিক বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠকধন্য বই উৎসব। ২০২৫ সালে বইমেলায় গিয়েছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী মানুষ। ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল গতবার। বইমেলার এই অভাবনীয় সাফল্যে আশান্বিত হওয়ার কারণ যেমন রয়েছে, তেমনই চিন্তার উদ্রেকও ঘটিয়েছে। নতুন প্রকাশকরাও বইমেলায় অংশগ্রহণের আবেদন জানিয়েছেন। কিন্তু মেলাপ্রাঙ্গনের পরিসর বাড়ানো সম্ভব হচ্ছে না। গতবার অনেক চেষ্টা-চরিত্রের পর কিছু নতুন স্টল বসানো গিয়েছিল। আসন্ন বইমেলায় স্টলের সংখ্যা আর বাড়ানো সম্ভব হবে না। (49th Kolkata International Book Fair)

২০২৬ সালের কলকাতা বইমেলায় নতুন মাত্রা যোগ করছে মেসি-মারাদোনার দেশ আর্জেন্টিনা। কারণ এবারের কলকাতা বইমেলায় ‘ফোকাল থিম কান্ট্রি’ হিসেবে যুক্ত হচ্ছে তারা। ফুটবল প্রেম ভারত ও আর্জেন্টিনার মধ্যে সেতুবন্ধনের কাজ করে। এবার সাহিত্যের সংযুক্তি ঘটতে চলেছে তাতে। এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কও মজবুত হবে বলে আশাবাদী বইমেলা কর্তৃপক্ষ। ঘটনাচক্রে, বইমেলার আগেই কলকাতায় পা রাখছেন মেসি। ফলে বইমেলার থিম ফুটবল প্রেমীদেরও আকর্ষিত করবে বলে মনে করা হচ্ছে।

Continues below advertisement

২০২৭ সালে কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তী। সেই উপলক্ষে বিশেষ পরিকল্পনা রয়েছে বইমেলা কর্তৃপক্ষের। তাঁরা জানিয়েছেন, ১৯৭৬ থেকে ১৯৯৬ পর্যন্ত, প্রথম ২০ বছর ময়দানে আয়োজিত বইমেলার সমস্ত দুর্লভ ছবি নিয়ে বিশেষ প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আয়োজন করতে আগ্রহী তাঁরা। সেরা ১০টি ছবিকে যথাযোগ্য মূল্যে পুরস্কৃত করা হবে। ২০২৬ সালের বইমেলার প্রেস কর্নারে, মনোনয়ন সাপেক্ষে সব ছবিই জায়গা পাবে প্রদর্শনীতে। আর ২০২৭ সালে সুবর্ণ জয়ন্তীতে বইমেলার ‘স্মরণিকা’তেও ছবিগুলিকে রাখতে আগ্রহী বইমেলা কর্তৃপক্ষ। সংগ্রহে থাকা ছবি পাঠানো যাবে ইমেলের মাধ্যমে। এবছর ১০ ডিসেম্বরের মধ্যেই পাঠাতে হবে ছবি।

বরাবরের মতো ২০২৬ সালের বইমেলাতেও অংশ নেবে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলম্বিয়া, জাপান, তাইল্যান্ড এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। অন্যান্য বছরের তুলনায় সংখ্যাটা বাড়তেও পারে। পাশাপাশি, দেশের অন্যান্য রাজ্য, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, তামিলনাড়ু, গুজরাত, মহারাষ্ট্র, বিহার, অসম, ঝাড়খণ্ড, কর্নাটক, ওড়িশা, ত্রিপুরাও অংশ নিতে চলেছে। থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস প্যাভিলিয়নও।