ঝিলম করঞ্জাই, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : দিন পেরোচ্ছে খোলা আকাশের নিচে। মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের (Upper Primary Job Seekers) আন্দোলন শনিবার ৫২৮ দিনে পড়ল। ইন্টারভিউয়ের (Interview) ডাক না পাওয়ার অভিযোগে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অনশনে শনিবার ইতি টানলেও, কবে দাবিপূরণ হবে, তা নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন তাঁরা। অসুস্থ হয়ে পড়ায় নদিয়ার বাসিন্দা এক চাকরিপ্রার্থীকে ভর্তি করা হয় বিধাননগর হাসপাতালে।


এদিকে, দ্রুত নিয়োগ ও শূন্যপদ বৃদ্ধির দাবিতে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখান আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের একাংশ। যেখানে পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তিও হয়।


শনিবার, বেলা সাড়ে ১২টা নাগাদ নদিয়ার বাসিন্দা এক চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর, নির্ধারিত সময় অনুযায়ী অনশন তুলে নেন চাকরিপ্রার্থীরা। পুলিশের তরফে তাদের উঠে যেতে বলা হয়। মাইকিং করে জানানো হয়, চাকরিপ্রার্থীবৃন্দদের উদ্দেশে বলা হচ্ছে, আপনারা মহামান্য হাইকোর্টের অর্ডার মেনে, বেলা ১টা পর্যন্ত এখানে অনুমতি ছিল। আপনারা অবস্থান করেছেন। এখন বেলা দেড়টা বাজছে। আপনাদের অনুরোধ করা হচ্ছে জায়গা খালি করে দেওয়ার জন্য। যার খানিক পরে তাঁরা অবস্থান তুলে নেন।


দ্রুত নিয়োগ এবং শূণ্যপদ বৃদ্ধির দাবিতে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখান আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ, ২০১৪-র পর থেকে আর সিট আপডেট করা হয়নি। মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার পরিকল্পনা ছিল চাকরিপ্রার্থীদের। সেই মতো কালীঘাট মেট্রো স্টেশন হয়ে, রাসবিহারীর দিকে এগোতেই তাঁদের আটক করে পুলিশ। 


অনশন-রাস্তায় নেমে প্রতিবাদ, পুলিশি ধরপাকড়, এতকিছুর পরও, কবে স্কুলে যেতে পারবেন, সেই অপেক্ষাতেই রয়েছেন চাকরিপ্রার্থীরা।                                                                                                        


আরও পড়ুন- সুড়ঙ্গ-যন্ত্রণা ঘোচাতে যন্ত্র ছেড়ে আস্থা মানুষে, অন্ধকার কাটিয়ে আলোর মরিয়া খোঁজ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y