উত্তরকাশী: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে (Uttarkashi) নির্মিয়মান সুড়ঙ্গের ভিতর ১৪ দিন ধরে আটকে (Uttarakhand Tunnel Collapse) রয়েছেন ৪১ জন শ্রমিক। শুরু হয়েছে উদ্ধারকাজ। কিন্তু আলোর দিশা এখনও দেখা যায়নি। অবশ্য এবার প্রকাশ্যে এসেছে একটি ইতিবাচক খবর। এক্স মাধ্যমে সংবাদসংস্থা এএনআই- এর তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া শ্রমিকদের কাছে ল্যান্ডলাইন ফোন পৌঁছে দেওয়ার জন্য একটি প্রচেষ্টা শুরু হয়েছে। সরকারের নির্দেশে ওই এলাকায় ল্যান্ডলাইন পরিষেবা চালু করার চেষ্টা চাল্লাচ্ছেন বিএসএনএল- এর কর্মীরা। এমনটাই জানিয়েছেন সংস্থার এক কর্মী, যাঁর নাম কুন্দন। ল্যান্ডলাইন পরিষেবা চালু করতে গেলে তার আগে টেলিফোনের লাইনের বন্দোবস্ত করতে হবে। সেই কাজই শুরু করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেডের কর্মীরা। নির্মিয়মান সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া শ্রমিকদের কাছে এইসব ল্যান্ডলাইন পৌঁছে দেওয়া হবে যাতে তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দু'সপ্তাহ ধরে পরিবারের সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন তাঁরা।


দেখে নিন এক্স মাধ্যমে এএনআই- এর শেয়ার করা ভিডিও






উত্তরাখণ্ডে সুড়ঙ্গের উদ্ধারকাজে বারংবার আসছে বাধা


উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধার করে বের করে আনতে নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ। এবার যন্ত্র নয়, মানুষই পাথর ভাঙার কাজ করবে। পাথর ভাঙার কাজের জন্য দিল্লি থেকে উড়িয়ে আনা হচ্ছে পাথর কাটার কাজে দক্ষ ৪ জন শ্রমিককে। ৮০০ মিলিমিটারের পাইপের মধ্যে বসে পাথর কাটার কাজ করবেন একজনই। আরেক জন সাহায্যকারী থাকবেন। ভিতরে ঢুকে যাঁরা কাজ করবেন, তাঁদের জন্য থাকছে অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, টানেলের ৫০ মিটার অংশ কাটা হয়েছে। বাকি ১০ মিটার অংশ ম্যানুয়ালি কাটতে সময় লাগবে আরও ৩-৪ দিন। তাই এখনও আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে উদ্ধারকাজ শেষের জন্য। সুড়ঙ্গে আটক ৪১ জনকে কতক্ষণে উদ্ধার করা সম্ভব হবে, সেই দিনক্ষণ বা সময়, পুরোটাই এখনও অনিশ্চয়তার অন্ধকারে।


আরও পড়ুন- সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তে সিবিআই !