আবির দত্ত, কলকাতা: সাতসকালে শহরে মর্মান্তিক মৃত্যু (Death)। বেপরোয়া গতির বলি এবার পথচারী। হাসপাতালের সামনেই এই দুর্ঘটনাটি (Accident) ঘটে। যদিও প্রথমে অচৈতন্য অবস্থায় হাসপাতালের (Hospital) সামনেই পড়ে থাকেন ওই মহিলা, এমনটাই জানা যায়। 


ঠিক কী ঘটেছে? 


ভোরবেলা জোকা ইএসআই (ESI) হাসপাতালের সামনে দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল মহিলা পথচারীর। পুলিশ (Police) সূত্রে খবর, গাড়ির ধাক্কায় মহিলার মাথায় ও পায়ে গুরুতর আঘাত লাগে। অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়েছিলেন মহিলা। ঠাকুরপুকুর (Thakurpukur) থানার পুলিশ এসে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে (State General Hospital) নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। যদিও এই ঘটনার পর থেকে গাড়ি চালক পলাতক।                                                                                             


আরও পড়ুন, নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত মোদিকে, কলকাতায় এসে বললেন BSE প্রধান


এদিকে, আজ সকালে উল্টোডাঙা উড়ালপুলেও  দুর্ঘটনা ঘটে। ছিটকে নীচে পড়ে যান বাইক আরোহী। সকাল ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে।                                                                        


স্থানীয় সূত্রে খবর, ইএম বাইপাস থেকে লেকটাউনের দিকে যাওয়ার সময়, উল্টোডাঙা উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মেরে ছিটকে নীচে পড়ে যান বাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যায় লেকটাউন থানার পুলিশ।