ব্রতদীপ ভট্টাচার্য: পরীক্ষার জন্য নতুন বিজ্ঞপ্তির দাবিতে সল্টলেকের করুণাময়ীতে SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। আন্দোলনকারীদের আটক করে পুলিশ। টেনে-হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে।SLST চাকরিপ্রার্থীদের অভিযোগ, ৬ বছর ধরে কোনও পরীক্ষা হয়নি। তাই নতুন করে পরীক্ষার নেওয়ার দাবিতে এদিন SSC ভবন অভিযানের ডাক দেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীরা করুণাময়ীতে জড়ো হতেই তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে বলে পুলিশের দাবি। 


TET চাকরিপ্রার্থীদের ধুন্ধুমার: কিছুদিন আগেও ২০১৪ প্রাইমারি টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়েছিল করুণাময়ী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিন সকাল থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। অভিযোগ পুলিশি বাধা অগ্রাহ্য করে ছুটতে শুরু করলে শুরু হয় পুলিশি ধরপাকড়।


এদিকে তীব্র দাবদাহের মধ্যেই করুণাময়ী মোড়ে (Karunamoyee) দফায় দফায় বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাস্থলে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তবে কেউই চিকিৎসার জন্য যেতে চাননি। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, প্রাপ্য না মিললে বিক্ষোভ জারি রাখবেন তাঁরা।  


 এরপরেই করুণাময়ীতে অনশন-আন্দোলন শুরু করেন প্রার্থীরা। রাতে এসে পুলিশি অভিযানে আন্দোলন তুলে দেওয়া হয়। এই ঘটনার পরই বেশ কয়েকজনকে তুলে নিয়ে অন্যত্র ছেড়ে দেয় পুলিশ। এরপরেই ৩ জনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনই অভিযোগ তোলেন ২০১৪-র টেট (TET) উত্তীর্ণরা। ৮৪ ঘণ্টার মাথায় চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে করুণাময়ীতে আন্দোলনকারীদের তুলে দেয় পুলিশ। গভীর রাতে পুলিশি অভিযান ঘিরে কার্যত ধুন্ধুমার বেঁধে যায় সেখানে। 


ভোররাতে আটক চাকরিপ্রার্থীদের (Job Seekers) পুলিশ বাসে করে এনে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে ছেড়ে দেয়। তবে এ সব কিছুর পরও পিছু হটতে নারাজ ছিল তাঁরা। আজ ভোরেই ২০১৪-র টেট উত্তীর্ণদের একাংশ শিয়ালদা স্টেশন চত্বর থেকে ফিরে যান ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তাঁদের অবস্থান মঞ্চে। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। সেইসঙ্গে আন্দোলনকারী মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের প্রশ্ন, পুলিশ কীভাবে মহিলা আন্দোলনকারীদের ভোররাতে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে ছেড়ে দিল? তাঁদের নিরাপত্তা দেখবে কে ?


২০১৭’র চাকরিপ্রার্থীদেরও তুলে দেয় পুলিশ-


অন্যদিকে, সল্টলেকে ১০ নম্বর ট্যাঙ্কের কাছে অবস্থান করছিলেন ২০১৭’র চাকরিপ্রার্থীরা। গতকাল রাত ২টোর সময় সেখানেও চলে পুলিশি অভিযান। কয়েকজনকে বুঝিয়ে গাড়িতে তোলা হয়। বাকিদের টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে গাড়িতে তোলে পুলিশ। এরপর রাতেই তাঁদের নিয়ে এসে ধর্মতলা বাস টার্মিনাস, শিয়ালদা স্টেশন ও হাওড়া স্টেশনে ছেড়ে দেয় পুলিশ। মহিলা আন্দোলনকারীদের নিরাপত্তার বিষয়টি না ভেবে পুলিশ কীভাবে অত রাতে তাঁদের স্টেশনে, বাস টার্মিনাসে ছেড়ে দিল, সেই প্রশ্ন তুলেছেন ২০১৭’র চাকরিপ্রার্থীরা।


সামগ্রিক এই ঘটনার কড়া নিন্দা করে ট্যুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ট্যুইটারে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে ২০১৪-র টেট উত্তীর্ণদের অবস্থানকে নির্মমভাবে বলপ্রয়োগ করে তুলে দিয়েছে। পশ্চিমবঙ্গ, না কি, হিটলারের জার্মানি ?