ব্রতদীপ ভট্টাচার্য ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা : একাকীত্ব আর নেশার জালে জড়িয়েই কি খালের অতল জলে তলিয়ে গেল বছর পঁয়তিরিশের যুবক ? নেশাগ্রস্ত অবস্থায় পড়ে গিয়ে দুর্ঘটনা ? নাকি আত্মহত্যা ? নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য় কোনও কারণ ? কেষ্টপুরের উজ্জ্বল মল্লিকের অস্বাভাবিক মৃত্যুতে (Unnatural Death) প্রশ্ন অনেক। পুলিশ সূত্রে দাবি, মিলেছে সুইসাইড নোট। 


কেষ্টপুরে যুবকের রহস্যমৃত্যু। নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর খাল থেকে উদ্ধার হল দেহ। আত্মহত্যা ? নাকি নেশাগ্রস্ত অবস্থায় পড়ে গিয়ে মৃত্যু ?  নাকি ঠেলে ফেলে দিয়েছে কেউ ? কেষ্টপুরের (Kestopur) রবীন্দ্রপল্লি এলাকার বাসিন্দা উজ্জ্বল মল্লিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠে আসছে এমন একাধিক প্রশ্ন। প্রত্যক্ষদর্শী সূত্রে দাবি, শনিবার সন্ধে ৬ টা নাগাদ, কেষ্টপুর খালের এই ৭ নম্বর ব্রিজের রেলিংয়ের ওপর একাই বসেছিলেন যুবক। কিছুক্ষণের মধ্যেই খালে পড়ে যান তিনি। 


প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবক। মৃতের বাড়ি থেকে সুইসাইড নোট মিলেছে বলেও পুলিশ সূত্রে খবর। সুইসাইড নোটে উল্লেখ, মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বাইক ও সম্পত্তি নিয়ে কিছু তথ্য রয়েছে ওই নোটে। শনিবার সন্ধেয় খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই, কেষ্টপুর খালে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশের (Kolkata Police) ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। 


ম্য়ারাথন তল্লাশিতেও নিখোঁজ যুবকের সন্ধান না মেলায়, খবর দেওয়া হয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা NDRF-কে। রবিবার বেলা ১২টা নাগাদ তল্লাশি অভিযানে যোগ দেয় NDRF। NDRF-এর তল্লাশি অভিযানে কেষ্টপুর খালের জলে আলোড়ন তৈরি করা হয়। তার ১০-১২ মিনিটের মধ্যেই ভেসে ওঠে নিখোঁজ যুবকের মৃতদেহ।


আত্মীয়দের সূত্রে দাবি, বছর পঁয়তিরিশের উজ্জ্বল মল্লিক বাড়িতে একাই থাকতেন। একটি ফ্ল্যাট ভাড়া দিয়েই তাঁর দিন চলত। একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মী হলেও, কার্যত তিনি কাজেই যেতেন না। নেশাও করতেন ওই যুবক। প্রত্যক্ষদর্শী সূত্রে দাবি, শনিবার সন্ধেতেও নেশাগ্রস্ত ছিলেন তিনি।


তাহলে কি একাকীত্ব ও নেশার ফাঁদে পড়েই আত্মঘাতী হয়েছেন যুবক ? পুলিশ সূত্রে খবর, উজ্জ্বল মল্লিকের আত্মহত্যার প্রবণতা ছিল। এর আগেও আত্মহত্যার হুমকি দিয়েছিলেন তিনি। বাগুইআটি থানার (Baguahati Police Station) পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার জগৎপুর এলাকায় বাইক চুরির চেষ্টার অভিযোগে ওই যুবককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। রাতে ছেড়েও দেওয়া হয় তাঁকে। কীভাবে খালে পড়ে মৃত্যু ? তা নিশ্চিত হতে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।


আরও পড়ুন- ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া প্রায় ২৫ হাজার ! KMC এলাকাতেই আক্রান্ত ১৫০০


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial