অরিন্দম চৌধুরী, আলিপুরদুয়ার, কলকাতা : একই রাতে বাংলার দুই জেলায় ছড়ালো আগুন আতঙ্ক। কলকাতায় বৃহস্পতিবার রাতে  খিদিরপুরের ফ্যান্সি ট্রেড সেন্টারের একটি মিটারবক্সে আগুন লাগে। মিটারবক্সের ভিতর থেকে স্পার্ক করে আগুন জ্বলতে দেখা যায়।

ফ্যান্সি মার্কেটে আগুন                  

কলকাতার এই অঞ্চলে পরপর অজস্র দোকান। ঘিঞ্জি এলাকা। বহু মানুষের রুজি-রুটির আস্তানা। সেখানে মিটার বক্সে আগুন দেখার পরই ছড়ায় আতঙ্ক। কারণ এসব জায়গা. আগুন লাগলে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে। খবর পেয়ে তড়িঘড়ি  দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় । কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল।  

আলিপুরদুয়ারে পুড়ে ছাই দোকান         

অন্যদিকে আলিপুরদুয়ারে পুড়ে ছাই হয়ে গেল ১১ টি দোকান। ক্ষতির পরিমান কোটি টাকার ওপরে। অসম বাংলা সীমানার কাছে বারোবিশায় বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় মোট ১১ টি দোকান। তার মধ্যে রয়েছে কাঠের আসবাব পত্রের শোরুম, বৈদ্যুতিন সামগ্রীর দোকান। পাশাপাশিই ছিল রেস্তোরাঁ, বাসনের দোকান । পরপর দোকানগুলিতে আগুন লাগতে থাকে। 

গ্যাস সিলিন্ডার ব্লাস্ট          

বৃহস্পতিবার রাত প্রায় ১ টা নাগাদ আগুন লাগে । ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। পরপর দোকানে আগুন লেগে যায়।  সেই আগুনে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হাওয়ায় ভয়ঙ্কর শব্দ হয়। আতঙ্কে কেঁপে ওঠে এলাকার মানুষ।  স্থানীয় লোকজন বেরিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। 

কোটি টাকার ওপরে ক্ষতি                       

জানা গিয়েছে,  স্থানীয় ব্যাবসায়ীরা  দমকলে ফোন করলেও উত্তেজনায় ঠিকমত কথা বলতে পারেননি । ফলে দমকল পৌঁছাতে দেরি হয়। ততক্ষনে আগুন ভয়াবহ রূপ ধারণ করে । বারোবিশা দমকল কেন্দ্রের একটি ও আলিপুরদুয়ার দমকলের একটি মোট দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে সকাল হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান সব মিলিয়ে কোটি টাকার ওপরে। মাথায় হাত ব্যবসায়ীদের। 

সাম্প্রতিক আরও বড় আগুন

সল্টলেকে মণিপাল হাসপাতালের পাশেই আগুন লাগল। বহুতলের বেসমেন্ট থেকে আগুন ছড়ায়। এই বহুতলে অন্য অফিস রয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। অনেকেই বাইরে বেরিয়ে আসেন। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।