২০২৯-২০২০ র আতঙ্ক এখনও ভোলেনি মানুষ। কোভিডের একাধিক ঢেউয়ের ধাক্কায় নাস্তানাবুদ হয়েছে মানুষ। তারপর ভ্যাকসিন এসেছে। আর বিজ্ঞানীদের মতে করোনা ভাইরাসেরও বারবার মিউটেটেড হতে হতে দাঁত-নখ ভোঁতা হয়েছে। তবে কোভিড তো নির্মূল হয়ে যাবে না কোনও দিনই, বারবার নতুন রূপ ধরে ফিরে আসবে, তাও জানিয়েছিলেন ভাইরোলজিস্টরা। এবার কোভিডের আরও একটি নতুন ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে উদ্বেগ বৃদ্ধি করছে।
নতুন ভ্যারিয়েন্টটি চুপিসারে আঘাত হেনেছে অনেক দেশেই, সতর্ক করছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এই নতুন ভ্যারিয়েন্টটি অস্ট্রেলিয়ার কিছু শহরে বেশ দাপট দেখাচ্ছে। নাম LP.8.1। রিপোর্ট বলছে, অস্ট্রেলিয়ায় এর সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নিউ সাউথ ওয়েলসে কোভিড আক্রান্ত ৫ কেসের মধ্যে ১টি ই নতুন ভ্যারিয়েন্টের জন্যই, এমনটাই মনে করা হচ্ছে। UK-র কিছু শহরেও এর প্রভাব দেখা গেছে।জেনে নেওয়া যাক নতুন ভ্যারিয়েন্টটি কতটা বিপজ্জনক। এ নিয়ে চিন্তিত হওয়ার আদৌ প্রয়োজন আছে কী।
করোনায় আক্রান্ত আসিফ আলি জারদারি
কোভিডের প্রকোপ আবার প্রতিবেশী দেশ পাকিস্তানে (Pakistan)ও পৌঁছেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। 'দ্য ডন'-এর রিপোর্ট অনুযায়ী, কোভিড পজিটিভ ধরা পড়ার পর থেকে জারদারি আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকদের মারফৎ খবর, শ্বাসকষ্ট ও জ্বরে ভোগার পর করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে তাঁর সংক্রমণের কথা জানা যায়। জারদারি এর আগে ২০২২ সালের জুলাই মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে, কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি।
করোনার নতুন ভ্যারিয়েন্ট LP.8.1 কতটা বিপজ্জনক
LP.8.1 - র সন্ধান প্রথম ২০২৪ সালের জুলাই মাসে পাওয়া গিয়েছিল। তখন বিজ্ঞানীরা জানিয়েছিলেন এটি ওমিক্রন KP.1.1.3 এর একটি সাব-ভ্যারিয়েন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারী মাসে LP.8.1 কে 'নিয়ন্ত্রণাধীন ভ্যারিয়েন্ট' হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। ওমিক্রন ও তার সাব-ভ্যারিয়েন্টগুলি সহজেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে টেক্কা দিয়ে সংক্রমিত করে। তবে ওমিক্রন দ্রুত সংক্রমিত হলেও, গুরুতর অসুস্থতার কারণ হয় না সাধারণত।
নতুন ভ্যারিয়েন্ট কতটা ক্ষতি করতে পারে
বিশেষজ্ঞদের মতে, LP.8.1 এর স্পাইক প্রোটিনে ৬টি মিউটেশন রয়েছে। সেই প্রেক্ষিতে বিজ্ঞানীরা মনে করছেন এটি আমাদের কোষের সঙ্গে আরও সহজেই যুক্ত হতে পারে। এর V445R নামক একটি মিউটেশন দেখা গেছে যা ফুসফুসের কোষগুলির ক্ষতি করতে পারে। প্রাথমিক রিপোর্ট থেকে জানা গেছে LP.8.1 এর লক্ষণগুলি অন্যান্য সাব-ভ্যারিয়েন্টের তুলনায় বেশি গুরুতর নয়। তাই এটিকে এখনও খুব বেশি বিপজ্জনক বলে মনে করা হচ্ছে না।
ডিসক্লেমার : ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।