কলকাতা: কলকাতায় (Kolkata) আরও দামি পার্কিং ফি (Parking Fees)। দু'চাকা থেকে চার চাকা, বাস (Bus), পণ্যবাহী গাড়ি (Car), এবার থেকে সব ক্ষেত্রেই বর্ধিতহারে দিতে হবে পার্কিং ফি।
নতুন ফি কত?
কলকাতা পুরসভা (KMC) সূত্রে খবর, চারচাকা গাড়ির ক্ষেত্রে এবার থেকে প্রথম দু ঘণ্টার জন্য দিতে হবে ২০ টাকা। তিন ঘণ্টায় ৮০ টাকা। ৪ ঘণ্টায় ১২০ টাকা। ৫ ঘণ্টায় ১৬০ টাকা এবং তারপর ঘণ্টা পিছু অতিরিক্ত ১০০ টাকা করে দিতে হবে, এমনই খবর কলকাতা পুরসভা সূত্রে।
গাড়ি
- প্রথম ২ ঘণ্টার পার্কিং ফি- ২০ টাকা
- ৩ ঘণ্টার পার্কিং ফি- ৮০ টাকা
- ৪ ঘণ্টার পার্কিং ফি- ১২০ টাকা
- ৫ ঘণ্টার পার্কিং ফি- ১৬০ টাকা
- এরপর থেকে ঘণ্টাপিছু অতিরিক্ত ১০০ টাকা দিতে হবে
বাস বা লরি
- প্রথম ২ ঘণ্টার জন্য লাগবে ৪০ টাকা
- ৪ ঘণ্টায় ২৪০ টাকা
- ৫ ঘণ্টায় ৩২০ টাকা
- ৫ ঘণ্টা পেরোলে প্রতি ঘণ্টায় ২০০ টাকা
২০২৩-২৪ অর্থ বর্ষের বাজেটে ফি বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছিল। অবশেষে সেই সিদ্ধান্তই আজ থেকে রূপায়িত হচ্ছে। এদিকে পার্কিং ফি বাড়লেও চিন্তা যাচ্ছে না বেআইনি পার্কিং নিয়ে। খোদ কলকাতা পুরনিগমের নিজস্ব তথ্য বলছে, শহরের প্রায় ৩৫ থেকে ৩৮ শতাংশ রাস্তা বেআইনি পার্কিংয়ের দখলে চলে গিয়েছে।
আরও পড়ুন, আর্থিক বছরের শুরুতেই এক ধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম, কোন শহরে কত হল জেনে নিন
অভিযোগ, বছরের পর বছর ধরে প্রতিটি বেআইনি পার্কিং লট নিয়ন্ত্রণ করছে ক্ষমতায় থাকা দলের ইউনিয়নগুলি। শহরের প্রায় প্রতিটি কোণে কোণে এখন বেআইনি পার্কিংয়ের রমরমা। এর মোকাবিলা করার ব্যাপারে শীঘ্রই বৈঠকে বসছে পুরসভা।