কলকাতা: ফের কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হল (Dengue Death)। ১১৮ নম্বর ওয়ার্ডের নিউ আলিপুর সাহাপুর এলাকার বাসিন্দা সুস্মিতা দত্ত। তবে শেষ অবধি হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হল না।


পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার জ্বর আসায় ৩৩ বছরের গৃহবধূকে নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। গতকাল ল্যান্সডাউনের একটি নার্সিংহোমে নিয়ে গিয়ে ভেন্টিলেশনে দেওয়ার পর রাত সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয় ওই রোগিণীর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর উল্লেখ রয়েছে। 


সম্প্রতি ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ পুরসভা, এই অভিযোগে বিক্ষোভ চালায় কংগ্রেস(Congress Agitation) । ১০ নম্বর বরো অফিসের সামনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের বিক্ষোভ বছরভর পুরসভা নজরদারি চালায় না বলে অভিযোগও উঠে এসেছিল । ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপন করা হচ্ছে বলে অভিযোগ উঠে আসে।


উল্লেখ্য, রাজ্যের অন্যান্য জেলারগুলির মধ্যে উত্তর ২৪ পরগনাতে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। চলতি মরশুমে ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গিয়েছে।  বিধাননগর পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০০ পার করেছে অনেক আগেই। গ্রামীণ এলাকার মধ্যে আমডাঙা ব্লকে আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। স্বাস্থ্য দফতর জানিয়েছে,  আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে বনগাঁ ব্লকেও। 


উল্লেখ্য, বিশেষ করে জমা জলেই ডেঙ্গির মশার আঁতুরঘর। তাই কোথাও জল জমতে দেওয়া যাবে না। ছাদ থেকে শুরু করে ঘরের আনাচে কানাচে, নর্দমা, বাড়ির চারিধার পরিষ্কার রাখতে নির্দেশ। তবে ঘরে মশারি টানানোর কথা প্রতিবারই এসময় মনে করিয়ে দেয় স্বাস্থ্য দফতর। এনিয়ে রাজপথে মশারি সহ নেমে সচেতনা অভিযান করতে অতীতে দেখা গিয়েছে পুরসভাগুলিকে।


আরও পড়ুন, খাস কলকাতায় বাজ পড়ে মৃত্যু যুবকের


বাইশ সালে পুজোর আগে এবং পরে পড়ে থাকা বাঁশের ফাঁক ফোকরেও জল জমেও আতঙ্ক তৈরি করেছিল। যা মূলত ডেঙ্গির মশার বংশবৃদ্ধির জন্য উত্তম জায়গা। পাশাপাশি খেয়াল রাখবেন, আপনার শরীর কেমন আছে। কী কী উপস্বর্গ দেখা দিয়েছে ? যদি ডেঙ্গির উপস্বর্গের কোনও বহিঃপ্রকাশ পান, তাহলে দেরি না করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অবশ্যই গিয়ে যোগাযোগ করুন। চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গি টেস্ট করান। মনে রাখবেন রোগ যতদ্রুত ধরা পড়বে, আপনার সুস্থ হয়ে ওঠার প্রবণতাও তত বাড়বে।