কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর (Buddhadeb Bhattacharjee) শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। মূলত গত কয়েক দিন ধরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে টানাপোড়েন চলছে। আর এরই মাঝে বামেদের পাশাপাশি বিরোধী দলের প্রায় প্রত্যেক হেভিওয়েট নেতা-মন্ত্রীরাই, 'বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থভাবে বাড়ি ফিরুক' বলে আরোগ্য কামনা জানিয়েছেন। আর সকলের প্রার্থনায় এবার এল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের উন্নতির খবর।
বুদ্ধবাবুর শরীরের সমস্ত প্যারামিটার ইতিবাচক: সূত্র
সূত্র মারফত জানা গিয়েছে, 'ফুসফুসে সামান্য জল, উদ্বেগের কারণ নেই, জানা গেল পরীক্ষায়। অক্সিজেনের মাত্রায় সামান্য হেরফের করা হতে পারে। আজ ফের হবে সোয়ালো অ্যাসেসমেন্ট টেস্ট। রাইলস টিউব ছাড়া বুদ্ধবাবুকে নরম খাবার দেওয়া যাবে কিনা সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। বুদ্ধবাবুর শরীরের সমস্ত প্যারামিটার ইতিবাচক।'
'ওনাকে শ্রদ্ধা করি'
সম্প্রতি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেছিলেন,' আমার হৃদয়ের অন্তস্থল থেকে বলছি, আমি ওনাকে শ্রদ্ধা করি। ওনার শিক্ষাগত যোগ্যতাকে আমি মানি। এবং সবথেকে বড় কথা, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে বলা যেতেই পারে, এসমাজে হায়, সব কিছু ভাই, পাওয়া যায় ভাড়া, শুধু সোজা নির্ভিক শিরদাঁড়া ছাড়া। বুদ্ধদেব ভট্টাচার্যের শিরদাঁড়া আছে, এবং ভবিষ্যতেও যারা রাজনীতি করবে, তারাও যেনও মনে রাখে সব রাজনীতিবিদ, শিরদাঁড়া বিক্রি করে রাজনীতি করে না। এবং আজীবন বামপন্থী।
'বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষ, আজকের রাজনীতিতে বিরল'
তিনি আরও বলেছিলেন,' জ্যোতিবাবু বুঝতে পেরেছিলেন, দলবদল করলে হয়তো প্রাইম মিনিস্টার হওয়া যেতে পারে। কিন্তু না, যাবার সময় বুকে লাল পতাকাই নিয়ে গিয়েছেন। এজন্যই বামপন্থীদেরকে আমি সম্মান করি। এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষ, আজকের রাজনীতিতে বিরল, তাঁদের প্রয়োজনীয়তা এত বেশি, এই মুহূর্তে আজকের এই ছেলেমেয়েদের কাছে , যারা রাজনীতি করছে, তাঁদের নতুন করে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষকে মডেল করা উচিত।'
আরও পড়ুন, 'চাকরি হোক, মমতা চান না', মন্তব্য শুভেন্দুর
'বুদ্ধদেব ভট্টাচার্য যেনও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন'
অপরদিকে, সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে যান বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, 'পরিস্থিতিটা কিছুটা হলেও উন্নতি হয়েছে। এটাই আমাকে প্রাথমিকভাবে বলা হয়েছে। বাকিটা চিকিৎসকদের উপর আমাদের ভরসা রাখা উচিত। যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করি, তাঁরা ভগবানের কাছে প্রার্থনা করব। এইরকম একজন সৎ রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের জনমত নির্বিশেষে মানুষের শ্রদ্ধার ব্যাক্তি তিনি যেনও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।'