কলকাতা: সিজিও কমপ্লেক্স যেনও মশার আতুড়ঘর। মশা নিধনের আবেদন জানিয়ে বিধাননগর পুরসভাকে চিঠি। অভিযানে এসে সিজিও কমপ্লেক্সের (CGO complex) ভিতরে মিলল ডেঙ্গির লার্ভা। পরিত্যক্ত আসবাব, ফুলের টবে জমা জলে মিলল ডেঙ্গির লার্ভা (Dengue)।
অপরদিকে, ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ পুরসভা, এই অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ (Congress Agitation) । ১০ নম্বর বরো অফিসের সামনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের বিক্ষোভ বছরভর পুরসভা নজরদারি চালায় না বলে অভিযোগ। ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপন করা হচ্ছে বলেও অভিযোগ। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনাতেও লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। চলতি মরশুমে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল। শুধুমাত্র শহরাঞ্চলেই আক্রান্ত ১ হাজার ৫৯৭ জন।বিধাননগর পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৪৩। গ্রামীণ এলাকার মধ্যে আমডাঙা ব্লকে ৩৭৩ জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত কয়েক সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা কমছে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে বনগাঁ ব্লকে। এই মুহূর্তে সেখানে ৩০৭ জন ডেঙ্গিতে আক্রান্ত।
উল্লেখ্য, বিশেষ করে জমা জলেই ডেঙ্গির মশার আঁতুরঘর। তাই কোথাও জল জমতে দেওয়া যাবে না। ছাদ থেকে শুরু করে ঘরের আনাচে কানাচে, নর্দমা, বাড়ির চারিধার পরিষ্কার রাখতে নির্দেশ। তবে ঘরে মশারি টানানোর কথা প্রতিবারই এসময় মনে করিয়ে দেয় স্বাস্থ্য দফতর। এনিয়ে রাজপথে মশারি সহ নেমে সচেতনা অভিযান করতে অতীতে দেখা গিয়েছে পুরসভাগুলিকে। বাইশ সালে পুজোর আগে এবং পরে পড়ে থাকা বাঁশের ফাঁক ফোকরেও জল জমেও আতঙ্ক তৈরি করেছিল। যা মূলত ডেঙ্গির মশার বংশবৃদ্ধির জন্য উত্তম জায়গা। পাশাপাশি খেয়াল রাখবেন, আপনার শরীর কেমন আছে। কী কী উপস্বর্গ দেখা দিয়েছে ? যদি ডেঙ্গির উপস্বর্গের কোনও বহিঃপ্রকাশ পান, তাহলে দেরি না করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অবশ্যই গিয়ে যোগাযোগ করুন। চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গি টেস্ট করান। মনে রাখবেন রোগ যতদ্রুত ধরা পড়বে, আপনার সুস্থ হয়ে ওঠার প্রবণতাও তত বাড়বে।
আরও পড়ুন, আজ থেকে বৃষ্টি কমবে, সপ্তাহান্তে কী বার্তা হাওয়া অফিসের ?
ডেঙ্গি ইস্যুতে সম্প্রতি কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলিকে সতর্কবার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেছিলেন, 'টাকার দিকে না তাকিয়ে রোগী এলে ব্যবস্থা নিন। কেউ স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করলে রেজিস্ট্রেশন বাতিল। বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালগুলিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এও বলেছিলেন, 'কোভিড মোকাবিলার মতো ব্যবস্থা নেব।'