রুমা পাল, কলকাতা: হাতের নাগালে আদালত! আজ যেন সেই ছবি ধরা পড়ল কলকাতার দুই প্রাণকেন্দ্র মহাকরণ ও ধর্মতলা চত্বরে। স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে রাজ্যে এই প্রথম চালু হল ভ্রাম্যমান লোক আদালত পরিষেবা। মামলার চক্করে আদালতে ছুটতে হয় বহু মানুষকে। আইনি কাজের জন্য বিচারালয় চত্বরে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু সেই আদালতই যদি নিজে হাজির হয় মানুষের দরবারে।


জাতীয় লোক আদালত দিবসে এমনই ছবি দেখা গেল কলকাতার মহাকরণ ও ধর্মতলা চত্বরে। স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে, মোবাইল ভ্যানের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পৌঁছে গেল লোক আদালত। আর সেখানে অনেক কম খরচায়, কম ঝক্কিতে কাজ সেরে নিলেন সাধারণ নাগরিকরা। 


ভ্রাম্যমান লোক আদালত পরিষেবার সূচনা করেন স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির এগজিকিউটিভ চেয়ারম্যান ও কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএস শিবাঙ্গনম। বিচারপতি বলেন, আজ লোক আদালত দিবস। সব কোর্টেই লোক আদালত বসে। এবার প্রথম মোবাইলে ভ্যানে নিষ্পত্তি। 


ট্রাফিক বিধি ভঙ্গ, দুর্ঘটনা, দাম্পত্য বিরোধ, সম্পত্তি বিবাদ। মূলত এই ধরনের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার মীমাংসা হয় লোক আদালতে, কখনও কম খরচে, কখনও আবার নিখরচায়। মেলে আইনি সহায়তা। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও বিভিন্ন আদালতে চত্বরে বছরে একাধিকবার লোক আদালত বসে। 


এবার সেই লোক আদালত মোবাইল ভ্যানের মাধ্যমে একেবারে মানুষের মাঝে পৌঁছে যাওয়ায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। একদম মোবাইল ভ্যানেই অফিস খোলা হয়েছে। লোকজন আসছেন নিজের নিজের সমস্যা নিয়ে।  স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির মেম্বার সেক্রেটারি রাজু মুখোপাধ্যায় বলেন, "আমরা প্রথমবার এই ধরনের উদ্যোগ নিয়েছি। মানুষের কাছে পৌঁছতে।" বেলা ১টা পর্যন্ত মহাকরণ চত্বরে থাকার পর দুপুরে ধর্মতলায় পৌঁছয় জাতীয় লোক আদালতের মোবাইল ভ্যান। 


অন্যদিকে, এবারই প্রথম লোক আদালত বসেছিল কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে। সহজে মামলার নিষ্পত্তির জন্য সেখানে ভিড় ছিল চোখে পড়ার মতো।