পার্থপ্রতিম ঘোষ, মহেশতলা:  মহেশতলার রবীন্দ্রনগরের একটি বাড়িতে বিস্ফোরণ (Maheshtala Blast)। অগ্নিদগ্ধ তিন সন্তান-সহ এক দম্পতি (Family Burnt)। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ঘরের অ্যাসবেস্টসের ছাউনি। গ্যাস সিলিন্ডার (Cooking Cas) থেকেই এমন বিপত্তি ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনাস্থলে আসছে ফরেন্সিক দল (Kolkata News)। 


সাত সকালে মহেশতলার বাড়িতে তীব্র বিস্ফোরণ


স্থানীয়দের দাবি, রবীন্দ্রনগর থানা এলাকার ওই বাড়িতে বুধবার ভোরে ঘুমিয়েছিলেন সন্দীপ যাদব, তাঁর স্ত্রী রানি এবং তাঁদের ১১, ৭ এবং ৬ বছরের তিন ছেলেমেয়ে। বিস্ফোরণে সকলেই ঝলসে যান। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা খুলে ছিটকে যায়। দুমড়ে-মুচড়ে যায় সিলিং ফ্যান।


আরও পড়ুন: Manik Bhattacharya: ৫৮ হাজারের বেশি নিয়োগ, মানিকই চাকরি বিক্রির মাথা, দাবি ইডি-র


আহতদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের দাবি, চা বানানোর সময় স্টোভ জ্বালাতেই বিস্ফোরণ হয়। গ্যাস সিলিন্ডার লিক করে ভেপার ক্লাউড তৈরি হওয়ায় এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনাস্থলে আসছে ফরেন্সিক দল। 


এক দম্পতি এবং তাঁদের তিন সন্তান অগ্নিদগ্ধ হয়েছেন


বিস্ফোরণের খবর পেয়ে এ দিন সকালে পুলিশের তরফেই ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, রাতে কোনও রকম ভাবে গ্যাস সিলিন্ডারের রেগুলেটর বন্ধ হয়নি ভল করে। ঘরের দরজা-জানলা বন্ধ ছিল। ফলে ঘরের মধ্যে ভেপার ক্লাউড তৈরি হয়। এর পর সকালে স্টোভ জ্বালতেই বিস্ফোরণ ঘটে। 


অন্য দিকে, লোকাল ট্রেনের কামরায় এক যুবকের কাছ থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। সন্দেহভাজনকে আটক করেছে নৈহাটি জিআরপি। জিআরপি সূত্রে খবর, গতকাল বিকেলে নৈহাটি স্টেশনে চেকিং চলছিল। আপ কল্যাণী সীমান্ত লোকাল থেকে নামা এক যুবককে দেখে সন্দেহ হয়। টিটাগড়ের বাসিন্দা ওই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৬১ লক্ষ টাকা উদ্ধার হয় বলে নৈহাটি জিআরপি সূত্রে খবর। ওই টাকা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


জিআরপি সূত্রে খবর, গতকাল বিকেলে নৈহাটি স্টেশনে চেকিং চলছিল। আপ কল্যাণী সীমান্ত লোকাল থেকে নামা এক যুবককে দেখে সন্দেহ হয়। টিটাগড়ের বাসিন্দা ওই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার হয়। রাতে ঘটনাস্থলে যান আয়কর দফতর ও দুর্নীতিদমন শাখার আধিকারিকরা।  ওই টাকা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে।