আবির দত্ত, কলকাতা: দক্ষিণের পর এবার উত্তর। সুকিয়া স্ট্রিটে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কাটআউট। তাতে লেখা, পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে এদিন এই কাট আউট দেখা যায়। কাট আউটে লেখা ২৮ নম্বর ওয়ার্ড বাংলা সিটিজেন্স ফোরামের নাম। এর আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এবং একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নতুন তৃণমূলের ফ্লেক্স দেখা যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না।


 






পোস্টার বয় অভিষেক
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি, অনুব্রতর সিবিআই হেফাজত, তৃণমূলের একের পর  এক হেভিওয়েটের দিকে যখন দুর্নীতির অভিযোগ চরমে উঠেছে, তখনই দক্ষিণ কলকাতায় পড়েছিল এমনই হোর্ডিং, সেখানেও পোস্টার বয় ছিলেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানেও ব্যবহার হয়নি। এই নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি। বিশেষত বিরোধী শিবির এই ইস্যুকে হাতিয়ার করে শাসকদলকে আরেকবার খোঁচা দিতে ছাড়েনি। 



দক্ষিণ কলকাতা জুড়ে এই হোর্ডিং পড়ে
ED’র হাতে গ্রেফতার হওয়ার পর জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়! মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আরেক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল এখন CBI হেফাজতে।বিরোধীরা দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে লাগাতার বিঁধছে। আর এই অবস্থাতেই, দক্ষিণ কলকাতা জুড়ে এই হোর্ডিং পড়ে। হাজরা ও রাসবিহারী মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিংয়ে লেখা ছিল আগামী ছ’মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়। একই হোর্ডিং-এর প্রতিচ্ছবি এবার মালদায়।


অধীররঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া


এদিকে তৃণমূল কংগ্রেসের এই পোস্টার বিতর্কের মধ্যেই খোচা দিয়েছে বিরোধী দলগুলো। ''তৃণমূলের অন্তর্জলি যাত্রা শুরু, এটা তারই উদাহরণ'', মমতা-অভিষেকের নতুন কাটআউট নিয়ে প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।