অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরী, কলকাতা: রাজ্যে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে ডেঙ্গি (Dengue Situation)। এরইমধ্যে, তা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, সঠিক তথ্য দিচ্ছে না সরকার। উত্তরপ্রদেশেও তো খুব বেশি ডেঙ্গি হচ্ছে, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


রাজ্যের ডেঙ্গি পরিসংখ্যান নিয়ে ধন্দ প্রকাশ বিরোধীদের


রাজ্যে এ পর্যন্ত ঠিক কতজন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে? আক্রান্তই বা কত? কেন্দ্রের ওয়েবসাইট বলছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৩৯। এদিকে, স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রাজ্যে এ মরসুমে, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই। 

তাহলে কি ডেঙ্গির তথ্য গোপন করা হচ্ছে? ঠিক মতো তথ্য যাচ্ছে না কেন্দ্রের কাছে? এমনই প্রশ্ন তুলছে বিরোধীরা। ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে বৃহস্পতিবার, বিজেপির কলকাতা পৌরসভা অভিযান ঘিরে তুলকালামও বাধে। শুক্রবার, শিলিগুড়ি পৌরসভার সামনেও বিক্ষোভ দেখায় বিজেপি। ডেঙ্গি নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।


আরও পড়ুন: Suvendu Adhikari: রাজ্যপালের আমন্ত্রণে চেন্নাইয়ে মমতা, সমীকরণে নজর বিজেপি-র! ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর


এ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "তথ্য গোপন করছে সরকার। কেন্দ্রকে জানাব। সোমবারের মধ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে কেন্দ্রের কাছে নালিশ করব।" প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গলাতেও ধরা পড়ে একই সুর। তাঁর কথায়, "সরকার যে সংখ্যা দেখাচ্ছে, তার থেকে ২৬২ গুণ বেশি ডেঙ্গি পশ্চিমবঙ্গে হয়েছে। সরকার নির্বিকার, উদাসীন। মানুষতো মরবি মর। দেখার দরকার নেই। সরকার সমস্ত তথ্য গোপন করছে। আর ফিরহাদ তো ডেঙ্গি মিনিস্টার।"


তবে এ দিন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad hakim) বলেন, "আমরা এমন একটা আবহাওয়া থাকি যেখানে ডেঙ্গু হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। শুধু কর্পোরেশনের নামে আপনি দোষ দিতে পারেন, সরকারের নামে দোষ দিতে পারেন, কিন্তু সত্যিকারের প্রতিরোধ করতে হবে। তার কারণ যারা বিরোধীরা নাচানাচি করছে, তাদের রাজ্যে কিন্তু ডেঙ্গু হচ্ছে এবং ভয়াবহ ভাবে হচ্ছে। খুব বেশি ডেঙ্গু হয়েছে উত্তরপ্রদেশে, সেখানে আবার প্লেটটের বদলে লেবুর রস দেওয়া হয়েছিল।"


ডেঙ্গি নিয়ে পৌরসভাকে কড়া বার্তা ফিরহাদের


অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা জমির আবর্জনা পরিষ্কার করা নিয়েও মালিকদের কড়া বার্তা দেন মেয়র। এ দিন ফিরহাদ বলেন, "খালি জমিতে নোংরা ফেলা হচ্ছে, খালি জমির মালিক তিনি ভাবছেন আমার জন্য পড়ে আছে আর জমিটা 10 হাজার টাকায় কিনেছি কালকে ১০ কোটি টাকায় বিক্রি করব। পুরো কমিশনার কে বলেছি আইন খতিয়ে দেখুন এই সমস্ত জমিগুলোকে যাতে জরিমানা করা যায়। অর্থাৎ আমরা পরিষ্কার করব কিন্তু তিন ডাবল টাকা লাগবে।" মেয়র জানান, ডেঙ্গির বিরুদ্ধে লাগাতার অভিযান এবং সচেতনতামূলক প্রচার চলছে।